প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
রিকার্ভ ইভেন্টে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারায় ভারত। এরপর স্পেনকে ৫-১ ব্যবধানে চূর্ণ করে সেমি-ফাইনালে জায়গা পাকা করে ভারত। শেষ চারের লড়াইয়ে ইতালির বিরুদ্ধেও দাপট দেখান ধীরাজরা। এক্ষেত্রেও জয়ের ব্যবধান ৫-১। প্যারিস ওলিম্পিকস শুরু হতে বেশি দেরি নেই। তার আগে আশা জাগাচ্ছেন তিরন্দাজরা। এদিকে, মহিলা বিভাগে মেক্সিকোর কাছে অপ্রত্যাশিতভাবে হারল ভারত। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, ভজন কাউররা মেক্সিকোর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েন। উল্লেক্য, প্রথম রাউন্ডে বাই পায় মহিলা দল। বৃহস্পতিবার মেক্সিকোর বিরুদ্ধে এগিয়ে গিয়েও ছন্দ হারান তারা। শেষ পর্যন্ত ৩-৫ ব্যবধানে ম্যাচ হারেন। এদিকে, কম্পাউন্ড বিভাগে শেষ চারে জায়গা পাকা করলেন জ্যেতি। সতীর্থ অভনীত কাউরকে টানটান লড়াইয়ের পর হারান তিনি। ম্যাচের ফল ১৪৩-১৪২। ফাইনালে ওঠার পথে তাঁর প্রতিপক্ষ এস্তোনিয়ার মার্তিয়া পাস। এছাড়াও হেরে বসলেন এশিয়াডে সোনাজয়ী অদিতি স্বামী। মহিলাদের কম্পাউন্ড প্রবল প্রত্যাশা ছিল মহারাষ্ট্রের এই তিরন্দাজের উপর। কোয়ার্টার-ফাইনালে মেক্সিকোর প্রতিযোগীর কাছে ১৪৪-১৪২ পয়েন্টে পরাস্ত হন তিনি।