প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
প্রসঙ্গত, মঙ্গলবার খড়গ্রাম থানার তেলসুন্দি গ্রামে কালীপুজোর টুনি বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১১ বছরের নাবালকের। মৃতের নাম অনিকেত কোনাই। অনিকেত স্থানীয় জয়পুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবারের একমাত্র সন্তান ছিল অনিকেত। বাবা বাসুদেব কর্মসূত্রে সৌদিতে থাকেন।
মৃতের পরিবার সূত্রে জানান হয়েছিল, ওইদিন সকালে মৃতের দাদু মাঠে গিয়েছিলেন। সেইসময় ওই বালক তাঁর মায়ের কাছে কালীপুজোর টুনি বাল্ব কেনার বায়না ধরে। মা তাতে প্রথমে রাজি না হলেও ছেলের দীর্ঘক্ষনের বায়নার কাছে হার মানেন।