প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এছাড়া প্রাচীন পুজোগুলির মধ্যে নবদ্বীপ বাঁধ রোডের শ্মশানকালী, বাবলারি পঞ্চায়েতের প্রাণগোপাল নগরে দক্ষিণা কালী, নবদ্বীপ মণিপুরঘাট রোডের শ্মশানঘাট সংলগ্ন সুরধনীর তীরে রয়েছে তারা মা। এই তারা মা মন্দিরে সাড়ে তিন ফুটের পাথরের তারা মা মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছে সাধক বামদেবের মূর্তি। এখানে তন্ত্রমতেই পুজো হয়। বাবলারিতে প্রায় পাঁচশো বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমাতা। এবছরই প্রথম শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মর্মর মূর্তিতে দীপান্বিতা পূজা হল। তবে বারোয়ারি পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য নবদ্বীপ গোবিন্দদিঘি পূর্ব পাড়ের ৬৯ বছরের প্রাচীন নবদ্বীপ নবরত্ন ক্লাবের পুজো। বুধবার যার উদ্বোধন করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। এখানে প্রতিমার রূপ শ্মশানকালী হলেও পূজিত হন বৈষ্ণব মতে দক্ষিণাকালী রূপে। এছাড়াও রয়েছে নবদ্বীপ পাকাটোল রোডে যুব সংঘের ১৮ বছরের প্রাচীন শ্যামা মাতা।
তন্ত্রসাধক আগমবাগীশের কালীপুজো তন্ত্রসাধনার ক্ষেত্র নবদ্বীপে আগমেশ্বরী মাতা বলেই খ্যাত। এখানে পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত দেবীর নিত্যপুজো হয় নিষ্ঠা সহকারে। তবে দীপান্বিতা কালীপুজোয় দশ ফুট উচ্চতার কালীমূর্তি তৈরি করে পুজো করা হয়। আগমেশ্বরী মায়ের পুজোয় ভোগ হিসেবে দেওয়া হয় অড়হর ডালের খিচুড়ি, কচুর শাক, মোচা, এঁচোড় আর চালতার টক।
তন্ত্রসাধক ভৃগুরামের পুজো আজও হয়ে চলছে শ্যামা পিঁড়িতে। নবদ্বীপের দক্ষিণাঞ্চলের তেঘরিপাড়ার ষষ্ঠীতলায় রয়েছে ভৃগুরামের সেই শ্যামা পিঁড়ি। পিঁড়ি কথার অর্থ আসন। তাঁর তৈরি পঞ্চমুন্ডির আসনে বসেই সাধক ভৃগুরাম শ্যামা মায়ের পুজো করতেন। সারা বছর মন্দিরে ঘটে ও যন্ত্রে পুজো হলেও কালীপুজোর রাতে শ্যামা পিঁড়িতে মৃন্ময়ী মূর্তির পুজো হল। ভৃগুরামের পরিবার আজও সেই রীতি মেনে প্রায় তিনশো বছর ধরে পুজো করে আসছে।
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেন, প্রাচীনকাল থেকেই, এমনকী শ্রীচৈতন্যদেবেরও অনেক আগে থেকেই নবদ্বীপ শক্তি সাধনক্ষেত্র হিসাবে চিহ্নিত। বল্লাল সেন যে এই স্থানে তন্ত্রসাধনা করতেন তাও আজ পরিষ্কার।