প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল একাধিক সংগঠন। উপস্থিত ছিলেন মেয়র এরিক অ্যাডামস, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার, নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল বিনয় প্রধান সহ অন্যান্যরা। এক্স হ্যান্ডলে এরিকের বার্তা, ‘টাইমস স্কোয়ারে দীপাবলি উদযাপন করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস, এর মাধ্যমে অন্ধকারকে দূরে ঠেলে আলোকে স্বাগত জানাবে শহরবাসী।’ ২০১৩ সাল থেকে নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে দীপাবলি উদযাপন করা হচ্ছে। গত বছর থেকে আলোর উৎসব উপলক্ষ্যে নিউ ইয়র্কে স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। টাইমস স্কোয়ারের পাশাপাশি এদিন পেনসিলভানিয়ার ভারতীয় কনস্যুলেটে দীপাবলি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল বরুণ জোসেফ।