প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিকে বুধবারের পর শুক্রবারও বাংলাদেশের নৌবাহিনী ভারতীয় ট্রলারকে আটক করেছে বলে জানা গিয়েছে। তবে কতগুলি ট্রলারকে আটক করা হয়েছে ও কতজন মৎস্যজীবী সেখানে রয়েছেন, সরকারিভাবে সেই তথ্য এখনও জানা যায়নি। এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বুধবার দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছিল। সেই দু’টি ট্রলারে ৩১ জন মৎস্যজীবী রয়েছেন। একটি সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারও বাংলাদেশের নৌবাহিনী আরও ভারতীয় ট্রলার আটক করেছে। তবে কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে, তা এখনও জানা যায়নি। বাংলাদেশে আটক হওয়া ট্রলার ও মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।