প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিকে, কানাডার বিরোধী দলনেতা ম্যাক্সিম বার্নিয়ের অভিযোগ করেছেন, অন্য সব বিতর্কিত বিষয় থেকে নজর ঘোরানোর জন্যই ট্রুডো নিজ্জরের খুনকে ব্যবহার করতে চাইছেন। নিজ্জরের কানাডার নাগরিকত্ব কেড়ে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বার্নিয়েরের বক্তব্য, ‘এখনও পর্যন্ত আমরা কোনও প্রমাণ দিতে পারিনি। এটা পরিষ্কার, ট্রুডো এই খুনের ঘটনাকে ব্যবহার করতে চাইছেন।’ তাঁর বক্তব্য, ‘একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, মৃত নিজ্জর আদতে একজন বিদেশি জঙ্গি, যিনি ভুয়ো নথি দিয়ে ১৯৯৭ সাল থেকে কানাডার নাগরিকত্ব চেয়ে আসছিলেন। কিন্তু সেই সময় নিজ্জরের আবেদন খারিজ হলেও কোনওভাবে ২০০৭ সালে তিনি নাগরিকত্ব পেয়ে যান।’ এরপরই বার্নিয়েরে স্পষ্ট দাবি, ‘নিজ্জর কানাডার নাগরিক নন। প্রশাসনিক ভুল ঠিক করার জন্য কানাডার সরকারের উচিত, মৃত্যুর পরেও নিজ্জরের নাগরিকত্ব কেড়ে নেওয়া।’
অন্যদিকে, পাঞ্জাবে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে নাম জড়িয়েছে সন্দীপের। পাকিস্তানে বসবাসকারী খালিস্তানি জঙ্গি নেতা লখবীর সিংয়ের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। খালিস্তান আন্দোলনের বিরোধী মুখ বলবিন্দর সিং সান্ধুকে ২০২০ সালে খুন করা হয়। সেই খুনে খালিস্তানিদের পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত ছিল। ওই ঘটনাতেও সন্দীপের যোগ থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি বলবিন্দর খুনের মামলার শুনানিতে এনআইএ সুপ্রিম কোর্টে জানিয়েছিল, দুই মুখ্য অভিযুক্ত লখবীর ও সানি টরন্টো এখনও পলাতক। তবে সানি ও সন্দীপ এক ব্যক্তি কি না, তা স্পষ্ট নয়।
এদিকে, কয়েকদিন আগে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিস দাবি করেছিল, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সক্রিয় রয়েছে। ওই গ্যাংয়ের সদস্যদের সঙ্গে ভারতীয় গুপ্তচরদের যোগ রয়েছে বলেও দাবি করেছিল তারা। এর পাল্টা হিসেবে ভারত দাবি করেছে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের ভারতে ফেরত্ পাঠানোর জন্য কানাডাকে বারবার দাবি জানানো সত্ত্বেও তারা তাতে কর্ণপাত করেনি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ‘ওয়ান ইন্ডিয়া’ নীতির কথা বলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, ভারতবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কানাডা কোনও পদক্ষেপই করেনি। তাঁর দাবি, গত দু’দশকে ভারতের ২৬টি প্রত্যর্পণের আবেদন কানাডা সরকার ঝুলিয়ে রেখেছে। এই প্রত্যর্পণ তালিকার মধ্যে বিষ্ণোই গ্যাংয়ের চার সদস্যের নামও রয়েছে।