মুম্বই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে টিকিট পাননি পালঘরের বিদায়ী বিধায়ক শ্রীনিবাস ভাঙ্গা। আর তারপর থেকেই খোঁজ মিলছে না একনাথ সিন্ধেপন্থী শিবসেনার ওই নেতার। সোমবারের পর থেকে ভাঙ্গার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা। ফোনও সুইচড অফ। শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আপাতত ভাঙ্গার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিস। নিখোঁজ হওয়ার আগে ভাঙ্গা অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে দলের একনিষ্ঠ সদস্যদের রক্ষা করছেন না। একইসঙ্গে উদ্ধব থ্যাকারের হাত ছাড়ার জন্য অনুতাপও শোনা যায় তাঁর গলায়। কান্নায় ভেঙে পড়ে ৪২ বছরের এই বিধায়ক জানান, উদ্ধবপন্থী শিবসেনা ছেড়ে আসা তাঁর ভুল হয়েছিল।
মহারাষ্ট্রে শাসক জোটের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে জল্পনা ছিল, পালঘর থেকে ফের টিকিট পেতে চলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ চিন্তামণি ভাঙ্গার ছেলে শ্রীনিবাস। কিন্তু আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর দেখা যায়, ওই আসনে প্রাক্তন সাংসদ রাজেন্দ্র গাভিটকে টিকিট দিয়েছে সিন্ধেপন্থী শিবসেনা। গাভিট কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে সিন্ধে শিবিরে যোগ দিয়েছিলেন।