বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: এনকাউন্টারে খতম মোট তিন জঙ্গি। জম্মুর আখনুরের বট্টল এলাকায় সোমবার সেনাবাহিনীর কনভয়ের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে জঙ্গিরা। এই ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। হামলা চালানো এক জঙ্গিকে সোমবারই নিকেশ করে যৌথবাহিনী। আরও দু’জনের খোঁজে তল্লাশি চলছিল রাতভর। মঙ্গলবার সকালেই বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। আত্মগোপন করে থাকা ওই দুই জঙ্গিকে খতম করা হয়। এক্স হ্যান্ডেলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রাতভর ওই এলাকায় তল্লাশি চলেছে। সকালে দুই জঙ্গিকে দেখতে পেয়েই শুরু হয় গোলাগুলি। সেই গুলির লড়াইয়েই খতম হয় দুই জঙ্গি। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সকালে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। পাশাপাশি শোনা যায়, গুলি চলার শব্দও।
গত সপ্তাহে বারামুলায় সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। শহিদ হন দুই জওয়ান। মৃত্যু হয়েছিল দুই নাগরিকেরও। একের পর এক সন্ত্রাসী হামলার আবহে সীমান্তবর্তী দুই জেলা রাজৌরি ও পুঞ্চের ঘন জঙ্গলে নজরদারি ও টহল আরও জোরদার করেছে। ড্রোন, কোয়াডকপ্টার, আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছেন বাহিনীর জওয়ানরা। বিশেষ করে নজরে রাখা হচ্ছে বনাঞ্চল। প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন থাকা জওয়ানদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।