প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
পুলিস জানিয়েছে, সাধারণ মানুষকে হুমকি, থৌবাল জেলায় জমির সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় বাধাদানের অভিযোগে ইউএনএলএফ (পি) সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল, দুটি একে-৫৬ রাইফেল, একটি এম-১৬ রাইফেল, একটি ৯এমএম পিস্তল, ১৪৭ টি একে-৪৭ এর লাইভ রাউন্ড গোলাবারুদ, ২০টি এম-১৬ লাইভ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ৯ এমএম লাইভ রাউন্ড গোলাবারুদ, ১৬টি মোবাইল এবং একটি এসইউভি। মণিপুরে হিংসায় মদত এবং গত ফেব্রুয়ারিতে আইআরবি-র পঞ্চম ব্যাটালিয়ানের থেকে অস্ত্র লুটের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃত ইউএনএলএফ (পি) সদস্যরা কুকি অধ্যুষিত এলাকায় ক্যাম্প তৈরি এবং আদিবাসীদের ভয় দেখানো ও হিংসা ছড়ানোর সঙ্গেও যুক্ত বলে গোয়েন্দারা জানতে পেরেছেন।
এদিকে কুকি ন্যাশনাল ফ্রন্ট-মিলিটারি কাউন্সিলের সদস্য থংমিনথাং হাওকিপকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গত ২৭ শে এপ্রিল বিষ্ণুপুর জেলার নারানসেইনা মানিং-এ সংঘর্ষে দুই সিআরপিএফ জওয়ান নিহত এবং দু’জন আহত হয়েছিলেন। এই ঘটনায় হাওকিপ জড়িত বলে অভিযোগ।