প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মঙ্গলবার এনসিবি জানিয়েছে, গত ২৫ অক্টোবর গৌতম বুদ্ধ নগরের কাসনা শিল্প তালুকে অভিযান চালিয়ে একটি গোপন ল্যাবরেটরি থেকে ৯৫ কেজি মেথামফেটামাইন উদ্ধার করা হয়েছে। কঠিন এবং তরল দুই অবস্থাতেই এই বিপুল পরিমাণ সিন্থেটিক মাদক বাজেয়াপ্ত করা হয়। সেই অভিযানের সময় কাসনার ল্যাবরেটরি থেকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির এক ব্যবসায়ী এবং তিহার জেলের এক ওয়ার্ডেনকেও। এরাই মাদক উৎপাদন চক্রের মূল মাথা বলে তদন্তকারীরা জানিয়েছেন। তদন্তে মেক্সিকান কার্টেলের জড়িত থাকার খবর মিলেছে এনসিবি সূত্রে। ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, ধৃত দুই ব্যক্তিই বিভিন্ন সূত্র থেকে মাদক উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করত। ল্যাবরেটরির সরঞ্জামও আমদানি করেছিল তারাই। মুম্বইয়ের এক কেমিস্টকে ভাড়া করা হয়েছিল। মাদক টেস্ট করত দিল্লিতে বসবাসকারী মেক্সিকোর এক ‘কার্টলার’। সোমবার চারজনকে বিশেষ মাদক আদালতে (এনডিপিএস) তোলা হলে বিচারক তাদের তিনদিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দিল্লির ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ীকেও এই মাদক উৎপাদন চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরে গ্রেপ্তার করা হয়েছে।