প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। কিন্তু ২ জুন তাঁকে ফিরে যেতে হবে তিহার জেলে। লোকসভা ভোটের ফল গণনা ৪ জুন। এদিন দলের কাউন্সিলারদের সঙ্গে কথা বলতে গিয়ে কেজরিওয়াল জেলে তাঁর উপর মানসিক চাপ তৈরির অভিযোগে সরব হন। তাঁর দাবি, জেলে তাঁকে হেনস্তাও করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘জেলে আমার কুঠুরিতে দু’টি সিসি ক্যামেরা ছিল। ক্যামেরার ফিড দেখার জন্য দায়িত্বে ছিলেন ১৩ জন অফিসার। শুনেছি ক্যামেরার ফিড গিয়েছে মোদিজির কাছেও। জেলে আমি কী করছি, তার উপর উনি নজরদারি চালাতেন।’ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘আমার উপর মোদির এত রাগ বা ক্ষোভ কেন, তা জানি না।’ দলীয় কাউন্সিলারদের উদ্বুদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ আপ নেতাদের সম্মান করে, ভালোবাসে। আপের কাজের জন্যই বিজেপি আমাদের ভয় পায়।’ এরপরই তিনি যোগ করেন, ‘২ জুন আমাকে জেলে ফিরে যেতে হবে। ৪ জুন জেলে বসেই ভোটের ফলাফল দেখব। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫ জুন আমি ফিরে আসব।’
এর আগে রবিবার আপ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। তিনি বলেছেন, তাঁকে জেলে পাঠিয়েও আপের কোনও বিধায়ককেই চাপের মুখে নতিস্বীকার করাতে পারেনি বিজেপি। বরং, সকলে আরও সঙ্ঘবদ্ধভাবে থেকেছেন। এর জন্য প্রত্যেকের ভূয়সী প্রশংসা করেন কেজরিওয়াল।