উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
রেলের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার টানা চারদিন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস, হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু বাতিল থাকবে। কবিগুরু এক্সপ্রেস ১৩ থেকে ১৬ নভেম্বর চলবে না। ১৪ থেকে ১৬ নভেম্বর শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা বাতিল থাকবে। গণদেবতা এক্সপ্রেসের পরিষেবা থেকে যাত্রীরা বঞ্চিত হবেন আগামী ১৬ ও ১৭ নভেম্বর। অন্যদিকে, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাট, পদাতিক, শক্তিপুঞ্জ এক্সপ্রেস এবং মুম্বই মেল ঘুরপথে চালানো হবে।
এই কাজের জেরে কর্ডে আগামী বৃহস্পতি ও শুক্রবার ১১টি আপ এবং ১২টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই দু’দিন মেন লাইনেও আপ-ডাউন মিলিয়ে বন্ধ থাকবে ২১টি লোকালের যাত্রা। এছাড়া গুচ্ছ ইএমইউ আপ এবং ডাউনে বাতিল থাকবে। রেলের দাবি, এই কাজের সৌজন্যে মশাগ্রাম থেকে শক্তিগড় পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রেলপথ পুরোপুরি স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেমের আওতায় চলে আসবে। যার মাধ্যমে ওই শাখায় আগামী দিনে আরও বেশি সংখ্যক মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেন চালানো যাবে। ট্রেনের গতি বৃদ্ধিও হবে। এই উন্নত ও যাত্রী বান্ধব লাইন চালু হলে বাঁকুড়া পর্যটন শিল্পে বাড়তি অগ্রাধিকার পাবে, যা পশ্চিমবঙ্গের সার্বিক আর্থিক সমৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে জঙ্গলমহলের পিছিয়ে পড়া ওই এলাকার রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল বদল আসবে।