প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ। কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের সচিব ছাড়াও সমবায় মন্ত্রক এবং অর্থমন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা, ব্যয় সংক্রান্ত দপ্তরের সচিব বা তাঁর মনোনীত কোনও আধিকারিক গ্রুপে থাকবেন। নীতি আয়োগের পরামর্শদাতা (গভর্ন্যান্স), সরকারি সংস্থা ই-গভর্ন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরকে এখানে রাখা হয়েছে। সরকারি আধিকারিকরা ছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি ও রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে বৈঠকে ডাকা হয়েছে। রেশন দোকানগুলি থেকে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করা-সহ বিভিন্ন সংস্কারের বিষয় পর্যালোচনা করবে ওয়ার্কিং গ্রুপ।