সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ওপেন হার্ট সার্জারির মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। এতে বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। রোগীদের বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে কলকাতার বড় হাসপাতালে। সেই সমস্যা দূর করতে চলেছে কল্যাণীর এইমস। এখানে এবার শুরু হতে চলেছে ওপেন হার্ট সার্জারি। এই অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যেই চলে এসেছে এইমসে। জানা গিয়েছে, হৃদরোগের ছোট অস্ত্রোপচার দিয়ে শুরু করে ধাপে ধাপে ওপেন হার্ট সার্জারি শুরু করবে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান। এছাড়াও অ্যাঞ্জিওগ্রাম ও পেসমেকার বসানোর মতো পরিষেবাও মিলবে। আজ মঙ্গলবার কল্যার এইমসে কার্ডিয়াক ক্যাথল্যাব, হার্ট-লাঙ মেশিনের পাশাপাশি ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পরপরই কল্যাণীতে গড়ে উঠেছিল এ রাজ্যে হৃদরোগের প্রথম চিকিৎসা কেন্দ্র গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। সেই সময় রমরমিয়ে চলত এই হাসপাতাল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে গরিব মানুষ হার্টের চিকিৎসা করাতে আসতেন এখানে। ২০২০ সাল নাগাদ ডাক্তারের অভাবে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় ওপেন হার্ট সার্জারি। এরপর স্বাস্থ্যদপ্তর একজন কার্ডিওথোরাসিক সার্জেনকে এখানে পোস্টিং দেয়। তিনি ২০২৩ সালের গোড়ার দিকে অবসর নেন। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও কার্ডিওথোরাসিক সার্জেনকে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পাঠায়নি স্বাস্থ্যদপ্তর। ফলে হার্ট সার্জারির মতো জরুরি পরিষেবা বন্ধ। এদিকে, এইমসে এই পরিষেবা শুরু হতে চলায় খুশি সাধারণ মানুষ।
এ বিষয়ে এইমসের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, আপাতত অ্যাঞ্জিওগ্রাম চালু হলেও ধাপে ধাপে ওপেন হার্ট সার্জারি সহ হৃদরোগ সংক্রান্ত সমস্ত পরিষেবা মিলবে এখানে।