প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
প্রধানমন্ত্রী জানান, সাইবার প্রতারণা রুখতে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে তদন্তকারী সংস্থাগুলি। এই কাজে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ন্যাশনাল সাইবার কোঅরিডনেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। মোদির কথায়, ‘এই প্রকল্পের সাহায্যে দেশবাসীকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে সতর্ক থাকুন। কোনও সংস্থা তদন্তের স্বার্থে আপনাকে ফোন বা ভিডিও কল করবে না। কিন্তু প্রতারকরা পুলিস, সিবিআই, নার্কোটিক্স, আরবিআই আধিকারিকদের পরিচয় ব্যবহার করে।’ তিনি আরও বলেন, ‘প্রথমে প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভয় দেখিয়ে টাকা আদায়ের চাপ দেয় তারা। এর খপ্পরে পড়ে কষ্টার্জিত অর্থ হারাচ্ছে মানুষ। তাই এই ধরনের ফোন পেলে কখনও ভয় পাবেন না।’
এদিন ‘ছোটা ভীম’, ‘মোটু পাতলু’ সহ দেশীয় কার্টুন চরিত্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, অ্যানিমেশনের দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করতে চলেছে ভারত। মোদির কথায়, ‘টিভিতে ছোটা ভীম দেখার শুরুর দিনগুলি শিশুরা আজও ভুলতে পারে না। আজ দেশের পাশাপাশি বিদেশেও সমান সমাদৃত ছোটা ভীম। পাশাপাশি কৃষ্ণ, হনুমান, মোটু পাতলুর মতো কার্টুনও যথেষ্ট বিখ্যাত।’
একইসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল ও বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।