নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: কালীপুজোর আগে শুধুমাত্র যাদবপুর ডিভিশন থেকে একদিনে ১ হাজার ২৩৪ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল কলকাতা পুলিস। নিষিদ্ধ বাজি বিক্রি ও ফাটানোর অভিযোগ একরাতে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার রাত পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ বাজির পরিমাণ ছিল ২৭০০ কেজি। গ্রেপ্তারির সংখ্যা ছিল ২৬। কলকাতা পুলিসের পরিসংখ্যান অনুযায়ী, এদিন সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে। গ্রেপ্তার হয়েছে মোট ৩৫ জন। শহরে যাতে কোনওভাবেই নিষিদ্ধ বাজি প্রবেশ না করতে পারে, সে কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় বিশেষ নাকা তল্লাশি চলছে। কলকাতা পুলিস সূত্রে খবর, আজ সকাল থেকে শহরে গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসাররা সাদা পোশাকে বিভিন্ন এলাকায় টহল দেবেন। মোট ১০টি টিম করা হয়েছে। সন্দেহজনক কোনও গাড়ি দেখলেই সেটি থামিয়ে পরীক্ষা করছে পুলিস। কলকাতা পুলিসের এক শীর্ষ কর্তা বলেন, ‘নিষিদ্ধ বাজি রুখতে অভিযান চলছে। ক্রেতাদের অনুরোধ, কেবলমাত্র নিরি-র কিউ আর কোড দেওয়া বাজি কিনুন।’
কলকাতার পাশাপাশি বারাকপুর পুলিস কমিশনারেটের তরফেও লাগাতার নাকা তল্লাশি চলছে। গত মঙ্গলবারও টিটাগড়ে শব্দবাজি রাখার কারণে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছে ৪৮ কেজির বেশি শব্দবাজি উদ্ধার হয়েছিল। বারাকপুর চিড়িয়া মোড়, ভাটপাড়া মোড়, নৈহাটিতে শব্দ বাজির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। বুধবার টিটাগড়ের বউবাজার থেকে প্রায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার করেছে পুলিস। শব্দবাজি রাখার কারণে অমৃতলাল সাউ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকেও চকোলেট বোমা সহ নিষিদ্ধ শব্দাবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনিভাবে
বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। -নিজস্ব চিত্র