প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মধ্যমগ্রামের রবীন্দ্রপল্লি অ্যাথলেটিক ক্লাবের কালীপুজোর এ বছরের থিম ডিজনিল্যান্ড। বিশ্বের সবচেয়ে নামী ভ্রমণের স্থানগুলির মধ্যে অন্যতম হল ডিজনিল্যান্ড। অত্যাধুনিক বিনোদন পার্ক। হংকং, সাংহাই, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া সহ বিশ্বের ছ’টি জায়গায় রয়েছে ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড ভ্রমণ করা ব্যয় সাপেক্ষ। তাই, মধ্যমগ্রামবাসীদের কাছে বিশ্বের অন্যতম বিনোদন পার্ক তুলে ধরেছেন উদ্যোক্তারা। অন্যদিকে মধ্যমগ্রামের দোহারিয়া শৈলেশনগর যুবক সঙ্ঘের কালীপুজো এ বছর ৬০ বছরে পড়ল। জেলেদের জীবনযাত্রাকে এবার তুলে আনছেন উদ্যোক্তারা। জেলেরা কীভাবে পুকুর থেকে মাছ ধরছেন, সেই মাছ বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য, সেসব প্যান্ডেলের মধ্যেই দেখানো হবে। মাছ ধরার জালও দেখা যাবে কালীপুজোর প্যান্ডেলে।
‘পিতা’ দু’অক্ষরের একটি ছোট্ট শব্দ। অথচ শব্দটির মানে বিশাল বিস্তৃতি। জীবজগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যিনি পালনকর্তা, প্রত্যেকের মধ্যেই রয়েছেন এক পিতা, যিনি মহীরুহর মতো আমাদের আগলে রাখেন। এবার মধ্যমগ্রামের বসুনগর প্রতাপ সঙ্ঘ সেই থিমকেই তুলে আনছে। সেই চেতনা থেকেই ১৭ তম বর্ষে তাদের থিম ‘মহীরুহ’। উদ্যোক্তা মলয় পাল বলেন, আমাদের জীবনে বাবা-মায়ের গুরুত্ব অপরিসীম। তাই বটবৃক্ষের মতো তাঁদের অবস্থানকে মণ্ডপের মধ্যে আমরা তুলে ধরছি। এখানকার সময়ে বাবা-মা অনেকের কাছে বোঝা হয়ে যাচ্ছে। তাই মানুষের মধ্যে অন্যরকম বার্তা দিতেই এই উদ্যোগ।