প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকলি ঘোষ দস্তিদার। সেই কেন্দ্রে মঙ্গলবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ। দু’জনের নাম কাকলি হওয়ায় চর্চাও শুরু হয় বিভিন্ন মহলে। স্থানীয় সূত্রে দাবি, কাকলি ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে, অপহরণ করা হয়েছে দু’জনকে। অভিযোগ, মঙ্গলবার রাতে ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল নির্দল প্রার্থী কাকলি ও তাঁর স্বামী সঞ্জীবকে বাইকে তুলে নিয়ে যায়। দু’জনের মোবাইল ফোন বন্ধ ছিল। এরপরেই হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্দল প্রার্থীর অনুগামীরা। কাকলির প্রস্তাবক দিলীপ দাস বলেন, রাত দু’টোর সময় দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে চলে যায়। তাই পুলিসের দ্বারস্থ হই। মনোনয়ন প্রত্যাহার করানোর জন্যই চাপের রাজনীতি। এ নিয়ে হাবড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। এমন অবস্থায় বুধবার দুপুরে হঠাৎই জেলাশাসকের দপ্তরে হাজির হন কাকলি। তাঁর দাবি, তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিতে চান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাকলি বলেন, অপহরণের অভিযোগ মিথ্যে। আমি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন নির্দল প্রার্থী কাকলি ঘোষ।