প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
তৃণমূলনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘গ্যারান্টিবাবুর মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে, কেন্দ্রে এবার পালাবদল হচ্ছেই। ক্ষমতায় আসছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া জোটকে সরকার গড়তে সাহায্য করব। আমাদের কোনও লোভ নেই। সরকার গড়তে নেংটি ইঁদুরের ভূমিকা পালন করতে হলেও করব। কারণ, আমাদের লক্ষ্য জনবিরোধী মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করা।’ ইন্ডিয়া জোট এবারের নির্বাচনে ৩৯৫ আসন পাবে বলে দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্য ধরে ধরে তাঁর বিশ্লেষণের কথাও জানান। ইতিহাস টেনে আরও তিনি বলেন, ‘মোদি এবার ২০০ আসনও পাবে না। অটলবিহারী বাজপেয়ি শাইনিং ইন্ডিয়ার স্লোগান তুলেছিলেন। কিন্তু মানুষ ভেদাভেদের সরকারকে হারিয়ে দিয়েছিল। এবারও বাংলা থেকে তামাম দেশ মোদিকে হারাতে ভোট দিয়েছেন।’ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিনও প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, ‘মোদির যাবতীয় গ্যারান্টি একটি জালিয়াতি। আমাদের হকের টাকা কেড়েছেন। উনি প্রতিহিংসাপরায়ণ। নিজে শুধু ঘুরে ঘুরে আত্মপ্রচার আর নাটক করছেন। রামমন্দির নিজের টাকায় তৈরি করেননি। কমিটির টাকায় হয়েছে। দেশকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে, বিজেপিকে ভাঙতে হবে।’ বাংলায় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানও দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘দেশে শুধু আমরাই অবসরভাতা দিই। লক্ষ্মীর ভাণ্ডার মানুষ আজীবন পাবেন। কাজ করি, তাই মিথ্যা অভিযোগ তোলে। এবার আমি মামলা করব।’
ইভিএম নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মমতা। তাঁর সতর্কবার্তা, ‘বিজেপি ক্ষমতায় ফিরছে না। কিন্তু কোনওভাবে যদি ক্ষমতা পায়, সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারবেন না।’