পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর বলেন, এই প্রতিষ্ঠানে আসতে পেরে আপ্লুত। আমি চাই, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে বিদেশে সুনাম অর্জন করুক। এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। এছাড়াও সহযোগিতার মনোভাব রাখা খুবই জরুরি। তাতে সাফল্য আসবেই।
খড়্গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে, এদিনের মঞ্চ থেকে ৩৪৫৬ জনকে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ৪৮০টি পিএইচডি, ২৭টি এমএস ৩টি ডুয়াল ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম, একটি সার্টিফিকেট অব এক্সেলেন্স রিসার্চ, ৮২২টি এমটেক, ৪৪টি এমসিপি, ১২৩টি এমবিএ, ২০টি ইএমবিএ, ২টি এমএমএসটি, ১৪টি এমএইচআরএম, ৭০০টি বিটেক, ৬৬১টি ডুয়াল ডিগ্রি সহ একাধিক ডিগ্রি দেওয়া হয়।
এক প্রাক্তন পড়ুয়ার কথায়, এটি দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সারা বিশ্বের নানা প্রান্তে খড়্গপুর আইআইটির পড়ুয়ারা রয়েছেন। এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আপ্লুত। বর্তমান সময়ে আইআইটির পড়ুয়ারা স্টার্ট আপের দিকে বেশি ঝুঁকছেন। এতে সাফল্যও আসছে। এই প্রতিষ্ঠান থেকে দেশের ২০টি স্টার্টআপ ইউনিকন হয়েছে। ফলে দেশে কর্মসংস্থানও বাড়ছে।
খড়্গপুর আইআইটির ডিরেক্টর বীরেন্দ্রকুমারবাবু বলেন, খড়্গপুর আইআইটি দেশের গর্ব। সকল পড়ুয়ার প্রতি শুভেচ্ছা রইল। এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে বিদেশে সম্মান পাচ্ছেন। আমাদের সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সকলের সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব ছিল না। এই প্রতিষ্ঠান স্টার্টআপে নতুন দিশা দেখাচ্ছে।