পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
রাকেশ গাড়িতে খালাসির কাজ করে। বছরখানেক আগে কুশপাতার এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় সে। পুলিস জানায়, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই রাকেশকে চন্দ্রকোণা থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে নাবালিকার পরিবারের লোকজন রাকেশকেই জামাই হিসাবে মেনে নেন।
নাবালিকার দিদিমা বলেন, তখন আমাদের মুখে যা কালি লাগার লেগেছে। পরে ভেবে দেখি এরপর অন্য কোনও ছেলের সঙ্গে নাতনির বিয়ে দিতে পারব না। তাই রাকেশ জামিন পাওয়ার পর ঠিক করি ওকেই নাত জামাই হিসেবে মেনে নেব।
সেই থেকে দুই পরিবারের মধ্যে কুটুম্বিতা চলতে থাকে। ওই নাবালিকা বর্তমানে যুবতী। কিন্তু এর মধ্যেই রাকেশ চন্দ্রকোণা থানার জয়ন্তীপুরের এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। দিন চারেক আগে রাকেশ ওই গৃহবধূকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। হবু স্বামীর খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন হবু স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই রাকেশ ধরা পড়ল। পুলিস জানিয়েছে, রাকেশ গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভিডিও ছাড়ত। রবিবার রাতে রাকেশ যখন ওই নতুন বউকে নিয়ে বাড়ি ঢোকার চেষ্টা করছিল তখনই তাদের ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।