পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমানে পুকুর ভরাটকারীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। পুরসভা তাদের আটকাতে ব্যর্থ হয়। এরপরই জেলাশাসক বিষয়টি নিজে দেখতে শুরু করেছেন। তিনি বলেন, কোনও জলাভূমি ভরাট করা যাবে না। যে বা যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
জানা গিয়েছে, পুরসভাও কয়েকজন পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। কিন্তু কিছুদিন পুকুর ভরাটের কাজ বন্ধ করার পর আবার কাজ শুরু হচ্ছে। এবার খোদ জেলাশাসক পদক্ষেপ নিতে শুরু করায় পুকুর ভরাটকারীদের মধ্যে কম্পন ধরে গিয়েছে। অনেক প্রভাবশালীর রাতের ঘুম উড়ে গিয়েছে। তাদের মদতেই শহরের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাট চলছিল। সেই কারণেই শহরে পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। তাঁরা বলেন, শহরে আর মাত্র কয়েকটি পুকুর রয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে সেগুলিও ভরাট হয়ে যাবে।