পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
অণ্ডাল বিমানবন্দরে বহু বিমান সন্ধ্যা নাগাদ অবতরণ করে। কোনও যাত্রীকে অপহরণের ছক ছিল কি না, পুলিস খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের কাছ থেকে টাকা উদ্ধার হওয়ায় পুলিস মনে করছে, কোনও অপরাধ করে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য দুষ্কৃতীরা এয়ারপোর্টের নির্জন রাস্তাকেই বেছে ছিল। টাকা নেওয়ার পরই তারা ধরা পড়ে যায়। আবার এমনও হতে পারে, একটা অপরাধ করে ফের শিকার ধরার জন্য নির্জন রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই তারা ধরা পড়ে যায়। এই সমস্ত দিক পুলিস খতিয়ে দেখছে।
এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, আমাদের কাছে গোপনসূত্রে খবর আসে বিমান উপনগরীর ফাঁকা রাস্তায় একটি দামি গাড়ি রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এই ঘটনার পিছনে কারণ কি তা জানার জন্য সেখানে পুলিসের গাড়ি যায়। পুলিসের গাড়ি যেতেই তিনজন পালিয়ে যায়। বাকি চারজনকে ধরা হয়। গাড়ির ভিতরের একটি ব্যাগ থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। প্রথমে সেই টাকা ব্যবসার বলে ওরা দাবি করে। কিন্তু গাড়িতে হাতুড়ি, দড়ি উদ্ধার হওয়ার পর আমরা তাদের গ্রেপ্তার করি।