পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ভগবানগোলা-১ ও ২ ব্লক নিয়ে গঠিত ভগবানগোলা বিধানসভা। এই এলাকায় প্রায় পাঁচ লক্ষ মানুষ বসবাস করেন। বিধানসভার দুটি পঞ্চায়েতে চর এলাকায় বেশকিছু গ্রাম আছে। ওই সব চর এলাকার পড়ুয়ারা নৌকা পেরিয়ে পিচ রাস্তায় ওঠে। তারপর অটো ও ট্রেকারে ভগবানগোলা পৌঁছয়। সেখান থেকে আবার ট্রেনে চেপে লালগোলা অথবা জিয়াগঞ্জ কলেজ যেতে হয়। ফলে ঝক্কি ঝামেলা মিটিয়ে ছেলেরা উচ্চশিক্ষার জন্য কলেজে যেতে পারলেও চর এলাকার বেশিরভাগ মেয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়েই পড়াশোনা ছেড়ে দেয়।
জানা গিয়েছে, এই বিধানসভা এলাকায় ১৭টি উচ্চ বিদ্যালয় থাকলেও কোনও কলেজ নেই। সেই কারণে প্রতি বছর গড়ে সাড়ে তিন হাজার ছেলেমেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু নাগালের মধ্যে কলেজ না থাকায় তারা চরম সঙ্কটে পড়ে। এই পরিস্থিতিতে এলাকায় কলেজ গড়ে তোলার জন্য স্থানীয় বাসিন্দারা বেশকয়েক বছর ধরে দাবি জানাচ্ছেন। ভগবানগোলা-রানিতলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমল হক বলেন, ভগবানগোলায় কলেজ না থাকায় উচ্চশিক্ষার হার খুবই কম। এখানে কলেজ তৈরি হলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। সেই সঙ্গে কলেজের পাশাপাশি একটি দমকল কেন্দ্র গড়ে তোলারও দাবি জানানো হয়।