চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ষা হালদারের বাবার মৃত্যুর পর তাঁর মা দ্বিতীয় বিয়ে করেন। বর্ষার যখন ছ’বছর বয়স তখন আদালতের দ্বারস্থ হয়ে মেয়েকে নিজের কাছে নিয়ে যান। তারপর থেকে সেখানেই থাকত। মৃতের বাপের বাড়ির লোকের অভিযোগ, বর্ষার উপর শারীরিক নির্যাতন করত ওর মা। মৃতের পিসি সোনালি দে বলেন, আমরা কিছু বলতে গেলে সেই আক্রোশ বর্ষার উপর পড়ত বলে আমরা মুখ বুজে ছিলাম। মায়ের অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে। মৃতের সৎবাবার দাবি, প্রেমঘটিত কোনও কারণ থাকতে পারে। শুক্রবার আমিই পিকনিক করতে পৌঁছে দিয়ে এসেছিলাম। সন্ধ্যায় আমিই নিয়ে এসেছিলাম।
অন্যদিকে শ্বশুরবাড়িতে নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে এক নাবালিকা বধূ। এমনই অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ওই বধূর মৃত্যু হয়েছে। মৃতের নাম আলিয়া খাতুন(১৬)। বাড়ি ইসলামপুর থানার বালুমাটি। তবে কোনও লিখিত অভিযোগ হয়নি বলে পুলিস জানিয়েছে।
মৃতের বাপের বাড়ির অভিযোগ, স্বামী ও শ্বশুর রোজ আলিয়ার উপর শারীরিক নির্যাতন চালাত। মৃতের মা সোনাভানু বিবি বলেন, মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে গত ৩ ডিসেম্বর দুপুরে বাড়িতে কীটনাশক খায়। সন্ধ্যার পর সারাংপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে আমরা জোর করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। ওরা মেয়ের চিকিৎসা করায়নি। মৃতের এক বছরের একটি সন্তান রয়েছে।