চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলতানপুরের ওই পুকুরের প্রকৃত মালিক আজিজুল শেখ। এক বছর আগে তাঁর কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন ওই গ্রামের কুতুবউদ্দিন শেখ। কুতুবউদ্দিন বলেন, পারিবারিক বিষয় নিয়ে আজিজুলের সঙ্গে তাঁর আত্মীয়দের ঝামেলা চলছে। সেই রাগবশত হয়তো তাঁদেরই কেউ পুকুরে বিষ দিয়েছে। খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে এসে দেখি পুকুরজুড়ে মরা মাছ ভাসছে। কুতুবউদ্দিনের স্ত্রী কল্পনা বিবি বলেন, মাসখানেক আগে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে মাছ ছেড়েছিলাম। এখন কোথা থেকে ঋণ শোধ করব?