চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
যানজটই সিউড়ি শহরের নিত্যদিনের জ্বলন্ত সমস্যা। এর মূল কারণ অবাধে শহর ও গ্রামের টোটো চলাচল। তাই পুরসভা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহর যানজটমুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিছুদিন আগে একটি প্রশাসনিক বৈঠকে গ্রামীণ এলাকার টোটোগুলিকে কোনওভাবেই শহরে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেকারণেই গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শহরের টোটোগুলির গায়ে এই কিউআর কোড লাগানো শুরু হয়েছে। জেলাশাসকের দপ্তরের সামনে ডিএম বিধান রায় ও পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কয়েকটি টোটোয় এই কিউআর কোড লাগিয়ে দেন।
সিউড়ি শহরে বিভিন্ন রাস্তাঘাটে যত্রতত্র টোটো চালকদের বেআইনি পার্কিং, যেখানে সেখানে যাত্রী ওঠানামা সহ বেপরোয়া টোটো চালানো নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তার জেরেই শহরের রাস্তাঘাটে যানজট তৈরি হচ্ছে। সেকারণে শহরের বিভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে টোটো পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। টোটো স্ট্যান্ডে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। এছাড়া গ্রামীণ ও শহর এলাকার টোটোগুলি পৃথক করা হবে। শহরের বিভিন্ন প্রবেশপথে একটি করে টোটো পার্কিংয়ের স্ট্যান্ড করা হবে। সেখানে গ্রামীণ এলাকা থেকে যাত্রীবাহী টোটো ওই স্ট্যান্ড পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেবে। সেখান থেকে শহরের টোটো যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। তবে টোটোয় কিউআর কোড লাগানো হলেও কবে তা কার্যকর হবে তা নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানাতে পারেনি পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, শহর যানজটমুক্ত করাই আমাদের লক্ষ্য। শহর ও গ্রামাঞ্চলের টোটো আলাদাভাবে চিহ্নিত করতে কিউআর কোড বসানো হচ্ছে। তাছাড়া নির্দিষ্ট পার্কিংয়ের জায়গাও থাকবে। খুব শীঘ্রই তা কার্যকর হবে।
জেলাশাসক বলেন, শহর যানজটমুক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও টোটো চিহ্নিত করে কিউআর কোড বসানোর ব্যবস্থা করতে ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে গ্রামীণ ও শহর এলাকার টোটো পৃথকভাবে চিহ্নিত করা যাবে। এছাড়াও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা আগামী দিনে কার্যকর করা হবে।