চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
রেলের তরফে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা-মেদিনীপুর দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৩ ও ২৭ ডিসেম্বর এবং ০৮৬৪৩/০৮৬৪৪ আসানসোল- আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৩ ও ২৮ ডিসেম্বর চলবে না। ০৮১৭৪/ ০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৩, ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওই সমস্ত দিনে আদ্রা-আসানসোলের মধ্যে ওই ট্রেন চলাচল বন্ধ থাকবে। ০৩৫৯৩/০৩৫৯৪ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৪, ২৬ ও ২৯ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাটিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৯ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে।
এদিকে, দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনেও বেশকিছু উন্নয়নমূলক কাজ হবে। যার জেরে আদ্রা ডিভিশন দিয়ে চলাচলকারী বেশকিছু ট্রেন চলাচল ব্যাহত হবে।
১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা এক্সপ্রেস, ০৮১৫১/০৮১৫২ টাটা-বরকাখানা স্পেশাল, ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু স্পেশাল ট্রেন ২২ ডিসেম্বর চলাচল বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, ০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটা মেমু স্পেশাল ট্রেনটি ২৩ ও ২৬ ডিসেম্বর পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটা এক্সপ্রেস ২২, ২৩ ও ২৬ ডিসেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে। ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ২৬ ডিসেম্বর ঘুরপথে চালানো হবে।
নিত্যযাত্রী অশোক গুপ্ত, প্রতীক সেনাপতি বলেন, দিনের পর দিন ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে দিনমজুরির কাজে যাওয়া বহু মানুষ সমস্যায় পড়ছেন। রেল আধিকারিকদের বক্তব্য, যাত্রীদের সুরক্ষার জন্য উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।