চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
মৃত বাপনের শ্বশুর অর্জুন প্রামাণিক থানায় জামাইকে খুন করা হয়েছে বলে লিখিত অভিযোগে দায়ের করেছেন। তাঁর অভিযোগ অভিযুক্ত বাপ্পা মণ্ডল তার বাবার নামে থাকা একটি জমি বিক্রি করে টাকা নেওয়ার জন্য মাকে চাপ দেয়। বাপন ভাই বাপ্পাকে ওই জমি বিক্রি করতে নিষেধ করে। তা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে তর্কতর্কি শুরু হয়। বাপ্পা আচমকা ঘরের দরজায় দেওয়া কাঠের হুড়কো দিয়ে দাদা বাপনের মাথায় আঘাত করে। বাপন ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। তারপরেও তাঁকে মারধর করা হয়। বাপনকে বাঁচাতে তাঁর স্ত্রী স্বস্তি মণ্ডল ও মা অনিমা মণ্ডলকেও বাপ্পা মারধর করে। মারধরে সকলেই গুরুতর জখম হন। স্বস্তিদেবী ও অনিমাদেবীর চিৎকারে প্রতিবেশীরা এলে বাপ্পা পালিয়ে যায়।