প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অভিনব আলোকসজ্জা থেকে চোখ ধাঁধানো থিম— এবছর দীপাবলিতে আড়ংঘাটা যেন প্যান্ডেল হপিংয়ের জন্য পুরোদস্তুর একটা প্যাকেজ। সকাল থেকেই তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় বাড়তে শুরু করে মণ্ডপগুলিতে। থিমের টানে পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলির মতো জেলাগুলি থেকেও ভিড় জমিয়েছিল মানুষ। ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় প্রচুর পুলিস এবং ট্রাফিক কর্মী। সন্ধ্যার পর থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়। মণ্ডপ দর্শনের সুবিধার্থে চূর্ণি সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও যুগল কিশোর মন্দিরের সামনে, রেলের পূর্ব পাড়ে নিমতলা মিলিয়ে মোট পাঁচটি জায়গায় ড্রপ গেট করা হয়। অর্থাৎ আগামী দু’দিন সন্ধ্যায়, ছোট অথবা বড় প্রাইভেট গাড়ি তো দূর অস্ত, বাইক নিয়েও যাতায়াত করা যাবে না। উৎসবের দিনগুলি যাতে নিরাপদে কাটে, তার জন্য প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে।
স্টেশনের কাছে শতদল ক্লাব এবং গোল্ডেন টাচ-এর কালীপুজোয় দর্শনার্থীদের মাথা গোনাই ছিল দায়। সন্ধ্যা যত বেড়েছে ততই মণ্ডপগুলিতে বেড়েছে কালো মাথার ভিড়। এরমধ্যে জনপ্রিয়তা পেয়েছে, গোল্ডেন টাচের ৫১ ফুট উচ্চতার কালীমূর্তি। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন। ঠিক পাশেই পিয়াসীর পুজো অন্যতম জনপ্রিয়। এবার তাদের ভাবনায় ‹অস্তিত্ব›। মাটির প্রদীপ দিয়ে গড়ে তোলা প্যান্ডেল তুলে ধরেছে গভীর ভাবনার দিক। অনতিদূরে রয়েছে একটি মাঠে চার চারটি বড় কালীপুজো। আড়ংঘাটা ইয়ং স্টারের মণ্ডপ এবার আগাগোড়া কাচের। তবে সবচেয়ে নজর কেড়েছে তাদের প্রতিমা। এখানে কালী প্রতিমা নটরাজ ভঙ্গিমায় দণ্ডায়মান ও দশভুজা। এবারে আড়ংঘাটার কালীপুজোর মূল আকর্ষণ এই প্রতিমা। জনপ্রিয়তা পেয়েছে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশনের মণ্ডপও। তাদের ভাবনায়, যাপন উদযাপন। জীবনচক্রে জন্ম থেকে মৃত্যুতে ফুলের অস্থিত্ব ফুটিয়ে তুলেছেন শিল্পী। এছাড়াও আরও হাফ ডজন কালীপুজো এবং তাদের উপস্থাপিত থিম মিলিয়ে জমজমাট দীপাবলির আড়ংঘাটা।
এদিকে, কালীপুজোকে কেন্দ্র করে আলোকমালায় সেজে উঠেছিল কুপার্স ক্যাম্প এলাকাও। অল্প পরিসরে শতাধিক পুজো রয়েছে সেখানে। তার মধ্যে বিগ বাজেটের ৫১টি। থিমের ঝিলিক ছিল রানাঘাটের উপকণ্ঠের এই ছোট্ট অঞ্চলে। যদিও অভিজ্ঞরা বলছেন, অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা ফ্যাকাশে এখানকার পুজোর জৌলুস।