প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
দুই মহকুমায় বিভিন্ন ক্লাব মণ্ডপ ও প্রতিমায় অভিনবত্ব এনেছে। নয়নাভিরাম আলোকমালায় দুই মহকুমা শহরের বড় রাস্তা, অলিগলি সেজে উঠেছে। পিছিয়ে নেই গ্রামীণ এলাকাও। বৃহস্পতিবার পটাশপুরের বড়হাট সমাজকল্যাণ সমিতি, কাটরঙ্কা বাজার মিলনী সঙ্ঘ, মংলামাড়ো গোল্ড স্টার ক্লাব, মংলামাড়ো বি আর আম্বেদকর শ্যামাপুজো কমিটি, পালপাড়া শিবমন্দির প্রাঙ্গণে শ্যামাপুজোর উদ্বোধন হয়। আরও বেশ কয়েকটি ক্লাবের পুজোর উদ্বোধন হয়েছে। প্রতিটি পুজোরই উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক। তাঁর হাত ধরেই বুধ ও বৃহস্পতিবার জেলায় প্রায় ৫০টি পুজোর উদ্বোধন হয়েছে। পটাশপুরের আড়গোয়াল সেবক সঙ্ঘ ও পানিয়া নবদীপ সঙ্ঘের পুজোর উদ্বোধনে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। কাঁথির বার্নিং স্টার অ্যাথলেটিক ক্লাব, হঠাৎ কালী সঙ্ঘ, ইন্দিরা ক্লাব সহ সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে। দীঘা-রামনগর এলাকার বিভিন্ন পুজোমণ্ডপেও একই ছবি দেখা গিয়েছে।