চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
ডাকাতের হাতে আহত নিরাপত্তারক্ষীদের সূত্রে জানা গিয়েছে, তিলাবনি কোলিয়ারিটি ইসিএল কর্তৃপক্ষ কয়েক মাস আগে কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাদ্দ দিয়েছে। সেখানকার অধিকাংশ ইসিএল কর্মীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ইসিএলের নিজস্ব নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। ওই কোলিয়ারিতে একজন মাত্র ইসিএলের নিরাপত্তা রক্ষী রয়েছেন। বাকি বেসরকারি সংস্থার লাঠিধারী নিরাপত্তা রক্ষী আছে।ওইদিন রাতে কোলিয়ারি চত্বরে প্রায় ৫ জন নিরাপত্তা রক্ষী ডিউটিতে ছিলেন। রাত পৌনে তিনটে নাগাদ সশস্ত্র ডাকাত দলটি কোলিয়ারিতে ঢুকেই ওই নিরাপত্তা রক্ষীদের মারধর করতে শুরু করে। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতদল।