চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
এই প্রজন্মের ছেলেমেয়েরাই শুধু নয়, বিভিন্ন অভিভাবক অভিভাবিকারা তাঁদের মেয়েদের দুর্গা সাজিয়ে নিয়ে এসে নদীর ধারে রিলস বানাচ্ছেন। এমনকী বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাঁদের ছেলেমেয়েদের নিয়ে নদীর ধারে আগমনির অনুষ্ঠান করছেন। এক অভিভাবক সোমা বিশ্বাস বলেন, তেহট্টে ভালো রিলস বা সেলফি তোলার কোনও জায়গা নেই। জলঙ্গী নদীর জলরাশি আর চারিদিকের পরিবেশ রিলস বানানো বা সেলফি তোলার আদর্শ জায়গা। তাই মেয়েকে দুর্গা সাজিয়ে এখানে নিয়ে এসেছি। সেলফি তোলা বা রিলস বানানোর মধ্যে চলছে আড্ডা মারা খাওয়া দাওয়া সব। রিলস বানাতে এসেছিলেন অরুমিতা চক্রবর্তী। তিনি বলেন, বর্ষার সময় জলঙ্গী নদীর রূপ অসাধারণ। সঙ্গে চারিদিকে গাছপালা পরিবেশকে সুন্দর করে তুলেছে। সেই কারণে এখানে আসা। সঙ্গে উপরি পাওনা নৌকা। তাই এখানে সেলফি তুলে বা রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তাড়াতাড়ি প্রচুর দর্শক মেলে। সেই কারণে আমাদের এখানে আসা।