ধুলিয়ানে বেসরকারি স্কুলের রান্নাঘরে আগুনে আতঙ্কসংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সকালে সামশেরগঞ্জের ধুলিয়ানে একটি বেসরকারি গার্লস স্কুলের হস্টেল সংলগ্ন রান্নাঘরে আগুন ধরে যায়। স্কুলের আবাসিক পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কে পড়ুয়ারা বাইরে বেরিয়ে আসে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় প্রথমে আগুন নেভাতে হাত লাগান। বালতিতে করে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে সামশেরগঞ্জ থানার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস দমকল কেন্দ্রে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন সেখানে আসে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পাশেই একাধিক গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। সামশেরগঞ্জের থানার এক পুলিস আধিকারিক জানান, গ্যাস সিলিন্ডার লিক করেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ছাত্রীরাও সুরক্ষিত রয়েছে।
জানা গিয়েছে, ধুলিয়ান শহরের ওই বেসরকারি গার্লস হাইস্কুলের দোতলায় রান্নাঘর থেকে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। ঘরের জানালা ও গ্যাস পাইপ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। যদিও ওইসময় ছাত্রীরা সকলেই তিন, চার ও পাঁচতলার রুমে ছিল। আগুন নীচের তলার ঘরে ছড়িয়ে পড়তে থাকে। ফলে ছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হোস্টেল বিল্ডিংয়ের পাশেই কিছুটা দূরে ক্লাসরুম রয়েছে। ছাত্রীদের কোনও সমস্যা হয়নি বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।