Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

নওদা ও কান্দিতে মূল লড়াইয়ে ৮ প্রার্থী

 বিএনএ, বহরমপুর ও সংবাদদাতা, কান্দি: আজ, সোমবার কান্দি ও নওদা বিধানসভা উপনির্বাচনে মোট ৯জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নওদায় চার প্রার্থীর রাজনৈতিক পরিচিতি বৈচিত্রময়। তৃণমূল প্রার্থী জেলা পরিষদের সদস্য, আরএসপি প্রার্থী জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি, কংগ্রেস প্রার্থী দলের ব্লক সভাপতি এবং বিজেপি প্রার্থী দলের মণ্ডল সভাপতি। শুধু তাই নয়, ভোটযুদ্ধের ময়দানে তাঁদের লড়াইয়ের পুঁজিও নানারকম। কেউ প্রয়াত কৃষিমন্ত্রী তথা শ্বশুরের নাম নিয়ে, আবার কেউ ব্যক্তিগত শিক্ষকতার ইমেজ, আবার কেউ কেউ সংগঠন ও হাওয়ার উপর ভরসা করে ময়দানে লড়ছেন।
নওদা কেন্দ্রের প্রার্থীরা রাজনীতির ময়দানে নবাগত নন। এখানে তৃণমূলের শাহিনা মমতাজ বেগম। নওদা এলাকায় তাঁর বাড়ি। মালদহের সুজাপরে কংগ্রেস পরিবারে তাঁর জন্ম। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরবর্তীতে নওদার প্রয়াত বিধায়ক তথা কৃষিমন্ত্রী নাসিরুদ্দিন খান ওরফে মন্টু খানের ছেলে টিপু খানের সঙ্গে তাঁর বিয়ে হয়। টিপু খান দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। গত পঞ্চায়েত নির্বাচনে শাহিনা নওদায় জেলা পরিষদের ৬৬নম্বর আসন থেকে জয়ী হন।
এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডলের বাড়ি আমতলায়। ছাত্র জীবন থেকেই তিনি কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত। বিএসসি পাশ করার পর দীর্ঘদিন একটি হাই স্কুলে শিক্ষকতা করেন। বহুদিন কংগ্রেসের সেবাদলের দায়িত্ব সামলেছেন। প্রায় এক বছর ধরে কংগ্রেসের নওদা ব্লক সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। ভোটের ময়দানে এই প্রথম নেমেছে।
আরএসপি প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডলও রাজনীতির আঙিনায় পরিচিত নাম। চাঁদপুরের এলামনগরে তাঁর বাড়ি। একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০০৮-’১৩ সাল পর্যন্ত তিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। এরপর ২০১১সালে এবং ২০১৩সালের উপনির্বাচনে রেজিনগর বিধানসভা কেন্দ্রে লড়াই করেন তিনি। আরএসপির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।
বিজেপি প্রার্থী অনুপম মণ্ডল ভোটের ময়দানে নবাগত হলেও রাজনীতির ময়দানে অনেকদিন ধরেই রয়েছেন। তিনি ব্যবসায়ী, সর্বাঙ্গপুরে বাড়ি। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি নওদায় দলের ৬৫নম্বর মণ্ডল কমিটির সভাপতি।
অন্যদিকে, কান্দির তৃণমূল প্রার্থী গৌতম রায় পোড় খাওয়া রাজনীতিবিদ। ১৯৮১সালে ডানপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে হাতে খড়ি। তিনবছর আগে তৃণমূলে যোগদান করেন। দু’বছর ধরে শাসকদলের কান্দি মহকুমা সভাপতি পদে রয়েছেন। গৌতমবাবু তিনবারের কান্দি পুরসভার কাউন্সিলার। গত পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন। মাধ্যমিক পাশ গৌতমবাবু দু’টি বেসরকারি কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন।
এই কেন্দ্রের সিপিআই প্রার্থী দেবজ্যোতি রায় ছাত্রাবস্থায় এসএফআই করেন। পরে আইপিএফে যোগদান করেন। ১৯৮৬সালে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে প্রথম কান্দি পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯২সালে সিপিআইএমএল(লিবারেশন) দলে যোগদান করেন। ২০১০সালে ফের দল ছাড়েন। কয়েকদিন আগে সিপিআইয়ে যোগদান। দেবজ্যোতিবাবু কান্দি পুরসভার দু’বারের নির্দল কাউন্সিলার। উচ্চমাধ্যমিক পাশ, পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
অন্যদিকে, কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান ১৯৮১সালে এসএফআইয়ের হাত ধরে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮২সালে আরএসপিতে যোগদান করেন। বছরখানেকের মধ্যেই দল ছেড়ে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৯২সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখতে শুরু করেন। পরে সরাসরি কংগ্রেসে যোগ দেন। পরে কয়েকবছরের জন্য রাজনৈতিক সন্ন্যাস নেন। গতবছর ফের কংগ্রেস দলে যুক্ত হয়ে কান্দি মহকুমা সভাপতি পদে রয়েছেন। মাধ্যমিক পাশ সফিউল সাহেব পেশায় ব্যবসায়ী।
বিজেপি প্রার্থী সনৎ মণ্ডল ১৯৯০সাল থেকে সরাসরি বিজেপি দলে যুক্ত হয়ে রাজনীতি শুরু করেন। তবে দলের কোনও পদে নেই। মাধ্যমিক পাশ সনৎবাবু মাছের ব্যবসা করেন। সনৎবাবুর বাড়ি কান্দি ব্লকের জীবন্তি গ্রামে। এর আগে তিনি কোনওদিন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অত্যন্ত পরিশ্রমী হিসেবে এলাকায় পরিচিত।

20th  May, 2019
মোটা টাকার লোভে ‘বিনিয়োগ’ হলদিয়ার যুবকের, প্রায় ৭ লক্ষ টাকা হাতাল প্রতারকরা

বাড়তি আয়ের প্রলোভনে হলদিয়ায় ফের সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন এক যুবক। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সাইবার প্রতারকদের পাঠানো লিঙ্কে ক্লিক করে ধাপে ধাপে বিনিয়োগ করতে গিয়েই কয়েক লক্ষ টাকা খুইয়েছেন।
বিশদ

আসতে পারেন মুখ্যমন্ত্রী, সাজানো হচ্ছে দীঘা

সামনেই পর্যটন ও পিকনিকের ভরা মরশুম। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘা সফরে আসারও সম্ভাবনা রয়েছে। নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন সহ অন্যান্য কর্মসূচিতে তাঁর আসার কথা। তার আগে পর্যটন কেন্দ্র দীঘাকে সাজাতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশদ

দাসপুরে মানবশান্তি নিয়ে আলোচনা সভা

শনিবার ব্রহ্মকুমারী প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাগরপুর শাখার রজতজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়েছে। দাসপুর-১ ব্লকের সাগরপুরে সংগঠনের উদ্যোগে সুস্থ সমাজ গড়া ও মানবশান্তি নিয়ে আলোচনা সভা, পদযাত্রা, রক্তদান শিবির প্রভৃতি হয়েছে।
বিশদ

দাসপুরে ফের ফাঁকা বাড়িতে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

দাসপুরে ফের বাড়ির তালা ভেঙে প্রায় তিন লক্ষের বেশি টাকার সম্পদ চুরি গেল। দাসপুর থানার চাঁইপাট গ্রামে এঘটনা ঘটেছে। শনিবার সকালে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়ির মালিক সুবল মণ্ডল বলেন, আমরা বাড়িতে ছিলাম না
বিশদ

খড়্গপুর থেকে ঠিকাদারকে পাঁশকুড়ায় এনে মোট সাড়ে ১১ লক্ষ টাকা ডাকাতি

নোট ভাঙানোর নামে খড়্গপুরের ঠিকাদারকে পাঁশকুড়ায় এনে শুক্রবার পরিকল্পিতভাবে ডাকাতি করা হয়েছিল। শুভঙ্কর দাস নামে ওই ব্যবসায়ীর সাড়ে ১১লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে পুলিস জানিয়েছে
বিশদ

গলসিতে আবাসের তালিকা থেকে নাম বাদ, বিক্ষোভ গ্রামবাসীদের

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে গলসি-১ ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেখানকার ১৩টি গ্রামে এবার আবাসের সমীক্ষাই হয়নি। অথচ সেসব গ্রামের মানুষের নাম বাদ গিয়েছে
বিশদ

নাবালিকা প্রেমিকাকে নিয়ে পুরীতে সমুদ্রসৈকত থেকে যুবক গ্রেপ্তার

প্রেমিকের সঙ্গে পুরীতে পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। পুরীর সমুদ্র সৈকত থেকে নাবালিকাকে উদ্ধার করল কালনা থানার পুলিস। প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম কিশোর মালিক। বাড়ি কালনা জিউধারা। ধৃতকে শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়।
বিশদ

কালনায় জাল এসসি, এসটি সার্টিফিকেট তৈরি চক্রের হদিশ

কালনায় জাল এসটি সার্টিফিকেট তৈরির একটি বড়সড় চক্রের হদিশ প্রশাসন পেয়েছে। নতুন করে ওই এলাকায় আরও ২৫জনের এসটি সার্টিফিকেট বাতিল করেছে। তারা ভুয়ো নথি দিয়ে সার্টিফিকেটগুলি তৈরি করেছিল। অভিযোগ পাওয়ার পর প্রশাসন তা নিয়ে তদন্ত করে।
বিশদ

পূর্ব বর্ধমানে ৩৮জন এসআই, এএসআইকে বদলি

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানার ৩৮জন এসআই, এএসআইকে বদলি করা হয়েছে। কয়েক দিন আগে জামালপুর, শক্তিগড়, রায়না, জামালপুর, ভাতার থানায় ওসি বদল করা হয়েছে। শনিবার এসআই এবং এএসআইদের বদলির তালিকা প্রকাশ হয়েছে।
বিশদ

জামালপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক

জামালপুর থানা এলাকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম নকুল টুডু(৩৭)। শুক্রবার ভোরে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশদ

গলসিতে আবাসের তালিকা থেকে নাম বাদ, বিক্ষোভ গ্রামবাসীদের

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে গলসি-১ ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেখানকার ১৩টি গ্রামে এবার আবাসের সমীক্ষাই হয়নি। অথচ সেসব গ্রামের মানুষের নাম বাদ গিয়েছে।
বিশদ

নাদনঘাটে সরকারিভাবে ধান কেনা শুরু

নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকে সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। শনিবার নাদনঘাটের একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি সরাসরি ২৩০০ টাকা কুইন্টাল দরে চাষিদের কাছ থেকে ধান কেনে।
বিশদ

কাটোয়া মহকুমা হাসপাতালে বেহাল অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন দমকলের

তিন বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কাটোয়া মহকুমা হাসপাতালের অত্যাধুনিক ‘স্প্রিঙ্কলার সিস্টেম’ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নষ্ট হতে বসেছে। পাইপলাইনে মরচে ধরেছে। অনেক প্যানেল বোর্ড ভেঙে গিয়েছে। ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত খবরের জেরে শনিবার দমকল আধিকারিকরা পরিদর্শনে এসে এই পরিস্থিতি দেখলেন।
বিশদ

বর্ধমানে গ্যারেজ থেকে টোটো চুরি, যুবক গ্রেপ্তার

গ্যারেজ থেকে টোটো চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম মাখন ভুঁইয়া। বর্ধমান শহরের গুডস শেড রোড এলাকায় তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশদ

Pages: 12345

একনজরে
ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশ। গত ২৪ ঘণ্টায় কুরাম জেলায় আলিজাই ও বাগান জনগোষ্ঠীর মধ্যে হিংসার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের। ...

কাটোয়া মহকুমার সতীপীঠ গুলির সঙ্গে সংযোগ করতে উদ্যোগী হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। শনিবার আবার কেতুগ্রামের অট্টহাস সতীপীঠে সরকারি বাস পরিষেবা চালু করল এসবিএসটিসি। কলকাতার পুণার্থীরা যাতে সতীপীঠে আসতে পারেন সে উদ্দেশ্যে এদিন অট্টহাসে বাস চালু করা হয়। ...

নিজের বুথে দলকে জেতানোর দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত শোনা হবে না। দিন-রাত পড়ে থাকতে হবে বুথ আঁকড়ে। মাদারিহাটে বিজেপির ‘গড়’ ভাঙতে কর্মীদের এমনই নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। আর তাতেই হল বাজিমাত। ...

শনিবার ৩৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস)। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫২৪: বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামার মৃত্যু
১৬৩৯: ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৭১৫: টেমস নদীর জল জমে বরফ হয়ে যায়
১৭৫৯: ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়
১৮০০: ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা
১৮৩১: ব্রিটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন
১৮৫৯: চার্লস ডারউইনের লেখা ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ প্রকাশিত হল
১৮৮৮: মার্কিন সাহিত্যিক ডেল কার্নেগির জন্ম
১৯২৬:পণ্ডিচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রীঅরবিন্দ আশ্রম
১৯৩১: অভিনেতা রবি ঘোষের জন্ম
১৯৩৫: অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্ম
১৯৪৪: অভিনেতা ও পরিচালক অমল পালেকরের জন্ম
১৯৪৫: অর্থনীতিবিদ মন্টেক সিং আলুওয়ালিয়ার জন্ম
১৯৫৫: ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ান বথামের জন্ম
১৯৬১: লেখিকা এবং সমাজকর্মী অরুন্ধতী রায়ের জন্ম
১৯৮১: অভিনেত্রী সেলিনা জেটলির জন্ম
১৯৮৬: ফুটবলার সুব্রত পালের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী ৪০/৫৩ রাত্রি ১০/২০। পূর্ব ফাল্গুনী নক্ষত্র ৪০/৪৫ রাত্রি ১০/১৭। সূর্যোদয় ৫/৫৯/১৪, সূর্যাস্ত ৪/৪৭/২৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৪২ গতে ৮/৫৩ মধ্যে পুনঃ ১১/৪৫ গতে ২/৩৮ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৫০ গতে ১/৩৬ মধ্যে পুনঃ ২/২৯ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২১ গতে ৪/৫ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১২/৪৪ মধ্যে। কালরাত্রি ১/১ গতে ২/৪০ মধ্যে। 
৮ অগ্রহায়ণ,১৪৩১, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪। নবমী রাত্রি ১১/৫৮। পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৪০। সূর্যোদয় ৬/১, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৬/৫৮ গতে ৯/৫ মধ্যে ও ১১/৫৪ গতে ২/৪৩ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ৯/১৯ মধ্যে ও ১২/০ গতে ১/৪৭ মধ্যে ও ২/৪১ গতে ৬/২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৬ গতে ৪/৮ মধ্যে। বারবেলা ১০/৪ গতে ১২/৪৫ মধ্যে। কালরাত্রি ১/৪ গতে ২/৪৩ মধ্যে। 
২১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
নিলামে আনসোল্ড রইলেন পীযূস চাওলা

11:03:00 PM

ময়াঙ্ক মার্কেণ্ডেকে ৩০ লক্ষ টাকায় কিনল কেকেআর

11:02:00 PM

করণ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স

11:01:00 PM

সুয়াশ শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনল আরসিবি

11:00:00 PM

সিমারজিৎ সিংকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল হায়দরাবাদ

10:55:00 PM

যশ ঠাকুরকে ১ কোটি ৬০ লক্ষ টাকায় কিনল পাঞ্জাব কিংস

10:52:00 PM