প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ক্ষতি কমাতে ভাইফোঁটা পর্যন্ত লাগাতার বিদুৎ দপ্তরের অভিযান চলবে বলে জানা গিয়েছে। এদিনের অভিযানের পর চিন্তায় পড়ে যায় কয়েকটি ক্লাব কর্তৃপক্ষ। তারা দ্রুত অনুমতি নিতে বিদুৎ দপ্তরে চলে যায়।
বিদুৎ বণ্টন দপ্তরের বালুরঘাট ডিভিশনের ইঞ্জিনিয়ার শুভময় সরকার বলেন, মহকুমায় অভিযান চালিয়ে পঞ্চাশের বেশি ক্লাব কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। দুর্গাপুজোর সময়ও টানা অভিযান চালিয়েছিলাম। তখন অনিয়ম ধরা পড়ায় জরিমানা করা হয়েছিল। আরও চারদিন অভিযান চলবে।
দুর্গাপুজোয় ক্লাবগুলিকে রাজ্য সরকার বিদ্যুত্ বিলের উপর ছাড় দিয়েছিল। তা সত্ত্বেও অনেক জায়গায় অনুমতি না নিয়ে বিদ্যুত্ চুরি চলছে। দুর্গাপুজোর থেকে কালীপুজোর সংখ্যা অনেক বেশি হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে।