প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ওই মাল্টিলেয়ার চিকফার্মে দৈনিক প্রায় তিন লক্ষ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেই ফার্ম থেকে ডিম পাচারের মতো গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে তুমুল আলোড়ন ছড়িয়েছে। তবে এ নিয়ে ওই ফার্মের ইনচার্জ প্রীতম বিশ্বাস কোনও মন্তব্য করতে চাননি। হিসাবরক্ষক উজ্জ্বল গোস্বামীও সাফ জানিয়ে দেন, এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলা যাবে না। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আন্দোলনকারীরা অবশ্য বক্তব্য, গাড়িতে করে হিসেব বহির্ভূতভাবে সুকৌশলে ডিম পাচার করা হয়। এদিনের আন্দোলনে শামিল হন প্রায় ৫০ জন কর্মচারী। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কর্মবিরতি চলে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে কর্মচারীরা আন্দোলন তুলে নেন।
সম্প্রতি এই কারখানার পুরোদমে ডিম উৎপাদন শুরু হয়েছে। জীবিকা উন্নয়ন পর্ষদের তরফে লাইভলি হুড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ভোটবাড়িতে কৃষিফার্ম এলাকায় এই কারখানা তৈরি হয়। মাত্র দু’দিন আগেই কর্তব্যে গাফিলতির অভিযোগে এখানকার দু’জন নিরাপত্তা রক্ষীকে ছাঁটাই করা হয়। যদিও সুজয় সিংহ ও বিপ্লব মজুমদার নামে ওই দুই ছাঁটাই হওয়া কর্মীর বক্তব্য, শুধুমাত্র ফোন করে তাঁদেরকে কাজে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যে গাফিলতির জন্য তাঁরা কোনও শোকজ চিঠি পাননি। ওই ঘটনার পরেই এদিন ডিম পাচারের অভিযোগ ওঠে। এদিনের ঘটনার জেরে সেখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে।
মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।