প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কোচবিহার-১ ব্লকের গাঙ্গালেরকুঠি এলাকায়। শিশু দু’টির আকস্মিক মৃত্যুতে এলাকা শোকস্তব্ধ। পুলিস জানিয়েছে, মৃত শিশুদের নাম মৌসুমি পারভিন এবং নুর বানু। মৌসুমির বাড়ি টাপুর হাটে হলেও সে দাদুর বাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শিশু দু’টি বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। সঙ্গে ছিল আরএকটি শিশু। সে অবশ্য পুকুরে নামেনি। কিন্তু ওই দু’জনকে পুকুর থেকে উঠে আসতে না দেখে সে কান্না জুড়ে দেয়। এদিকে শিশুরা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকদেরও সন্দেহ হয়। বাড়ির লোকজন ছুটে এসে পুকুরে তল্লাশি শুরু করেন। তারপরই দু’জনের দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন বিন্দুমাত্র দেরি না করে তাদের কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি দুই শিশুকে। মৌসম এবং নুরকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক।
প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। দুপুরে দু’জন পুকুরে স্নান করতে গিয়েছিল। তাতেই দুর্ঘটনা ঘটে। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। গ্রামের সকলেই শোকাহত।
গরম বাড়তেই খেলার ছলে অনেকে পুকুরে বা নদীতে স্নান করতে নামছেন। বড়দের দেখাদেখি ছোটদের মধ্যেও এই প্রবণতা শুরু হয়েছে। দিন কয়েক আগে জলপাইগুড়ি জেলার মাছ ধরতে গিয়ে ও পরে স্নানে নেমে এক কিশোরের মৃত্যু হয়। মঙ্গলবার দার্জিলিং জেলার নকশালবাড়িতেও একই ঘটনা ঘটে। সেখানে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে যায় এক কিশোর। এবার ফের একই ঘটনা। প্রতিক্ষেত্রে বাবা মায়েদের সচেতনতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
কোচবিহার জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, দুই শিশুর দেহ পুকুর থেকে উদ্ধার হয়েছে। এই ধরনের ঘটনা রুখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
সীমান্তের স্থলবন্দর পরিদর্শনে জেলাশাসক: বুধবার চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা। তিনি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকাও পরিদর্শনে যান। বৈদেশিক বাণিজ্য এবং রাজ্য সরকারের সুবিধা পোর্টাল নিয়ে খোঁজখবর নিতেই এই সফর বলে প্রশাসন জানিয়েছে।
জেলাশাসক সীমান্ত এলাকা পরিদর্শনের পর বিএসএফ-এর স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তার আগে জেলাশাসক বিডিও অফিসে মেখলিগঞ্জ ও হলদিবাড়ি ব্লকের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন। জেলাশাসক বলেন, বৈঠকে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এলাকার বিভিন্ন সমস্যা লিপিবদ্ধ করা হয়েছে।