ওয়াশিংটন: গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টার তদন্ত নিয়ে ভারতের উপর চাপ বজায় রাখল আমেরিকা। বুধবার ওয়াশিংটন জানিয়েছে, ভারতের তদন্ত যথাযথ ভাবে হচ্ছে এটা না দেখা পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। ভারতের বিরুদ্ধে মার্কিন মুলুকে খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগ করেছিল ওয়াশিংটন। সেই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে দিল্লি। এরপরেও আমেরিকার অভিযোগ নিয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে ভারত। গত সপ্তাহে আমেরিকা এসেছিল সেই কমিটি। সেই প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের সহকারি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘পান্নুনকে হত্যার চেষ্টা নিয়ে তথ্য এবং নথি আদানপ্রদান করেছে দুই দেশ। আমরা বুঝতে পারছি, কমিটি তার তদন্ত চালিয়ে যাবে। গত সপ্তাহের বৈঠকের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।’ তবে এর বেশি কিছু বলতে চাননি বেদান্ত। তাঁর মতে, এই বিষয়টি এখনও তদন্তাধীন। সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছিলেন, পান্নুন হত্যার চেষ্টা মামলার তদন্তে ভারতের সহযোগিতায় আমেরিকা সন্তুষ্ট। এর পরেই প্যাটেলের মন্তব্য সামনে এল।
উল্লেখ্য, গত সপ্তাহে বিকাশ যাদব নামে এক প্রাক্তন ভারতীয় আধিকারিক পান্নুনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করে আমেরিকা। গত বছর চেক রিপাবলিক থেকে গ্রেপ্তার করা হয় নিখিল গুপ্তকে। প্রত্যর্পণের পরে নিখিল এখন আমেরিকার জেলে রয়েছেন।