প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিন আমন্ত্রিতদের স্বাগত জানান লেবার ইন্ডিয়ানসের চেয়ারপার্সন কৃষ রাভাল ওবিই। তিনি বলেন, ‘কিয়ের স্টারমারের লেবার পার্টি নিয়ে ব্রিটেনে বসবসকারী অভিবাসী ভারতীয়দের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আজকের এই সন্ধ্যা তারই অন্যতম উদাহরণ। লেবার ইন্ডিয়ানস একটি বৃহত্তর পরিবার। ব্রিটেনের উন্নয়নে ভারতীয় অভিবাসীদের অবদান অনস্বীকার্য। আশা করি, প্রদীপের এই আলো আমাদের অসম্ভবকে জয় করতে পথ দেখাবে।’ রেডব্রিজের কাউন্সিলার সানি ব্রারের কথায়, ‘দীপের আলো মানেই নতুনের সূচনা। এই উৎসব জাত, ধর্মের উর্ধ্বে। ’
রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি আস্থা ফেরানোর কথা বললেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। রেডব্রিজের সাংসদ বলেন, ‘আমার কেন্দ্রে ইহুদি, হিন্দু, মুসলিম, শিখ সম্প্রদায়ের মানুষ একে অপরের প্রতিবেশী। জাতীয় স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের অবদান ভোলার নয়।’ ধর্মীয় বিষয়কমন্ত্রী লর্ড ওয়াজিদ খান বলেন, ‘বিশ্বাস ও আবেগের গুরুত্ব ব্যাখ্যা করা যায় না। বিশ্বাসের মাধ্যমেই অন্ধকারকে জয় করা সম্ভব হয়েছে।’
শ্রম ও পেনশনমন্ত্রী লিজ কেন্ডালের বার্তা, ‘ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ লেবার পার্টি। আমাদের জয়ের ক্ষেত্রে ব্রিটিশ ভারতীয়দের অবদান অনস্বীকার্য। সকলের দীপাবলি ভালো কাটুক।’
পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা বলেন, ‘আমার বিশ্বাস, এই ধরনের অনুষ্ঠান ব্রিটেন ও ভারতের মধ্যে সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে। একসঙ্গে আমরা এক সুন্দর দুনিয়া সৃষ্টি করতে পারব।’