প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
‘মানব জমিন’ সংবাদপত্রের রাজনৈতিক ক্রোড়পত্র ‘জনতার চোখ’-এ সাহাবুদ্দিন দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। রবিবারই তা প্রকাশিত হয়েছে। ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়েন। সেই দিনের ঘটনাক্রম তুলে ধরেছেন সাহাবুদ্দিন। তাঁর কথায়, ‘সেদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতি ভবনে একটি ফোন আসে। তাতে বলা হয়, প্রধানমন্ত্রী দেখা করতে চান। সেই মতো প্রস্তুতি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পরে একটি ফোনে বলা হয় প্রধানমন্ত্রী আসছেন না।’ এরপরেই আরও বড় তথ্য ফাঁস করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি আরও বলেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানই প্রথম হাসিনার পদত্যাগের কথা টেলিভিশনে জানিয়েছিলেন। সেই ওয়াকারও তাঁকে নাকি বলেছেন, ‘হাসিনার পদত্যাগের কথা আমিও শুনেছি।’
এরপরেই তদারকি সরকারের হয়ে সাফাই দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকার গঠনে বেআইনি কিছু নেই। তাঁর কথায়, ‘আসল কথা হল প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। হাসিনার দেশ ছাড়ার পরে আমি সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়েছিলাম। ৮ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবাইদুল হোসেন অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে বলে পরামর্শ দেন। সাংবিধানিক সঙ্কট কাটিয়ে এই সরকার প্রশাসনিক দায়িত্ব পূর্ণভাবে পালন করতে পারবে বলে তিনি জানিয়েছিলেন।’