প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
হাসিনা সরকারের আমলে বিচারকদের ছেঁটে ফেলার অধিকার জাতীয় সংসদের হাতে তুলে দিতে ১৬তম সংবিধান সংশোধন করা হয়েছিল। খর্ব করা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা। যার নেতৃত্বে থাকেন শীর্ষ আদালতের বিচারপতিরা। এদিনের নির্দেশে সেই ২০১৪ সালের সংবিধান সংশোধনও খারিজ হয়ে গেল। প্রসঙ্গত, ২০১৬ সালেই সেটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ। ২০১৭ সালের জানুয়ারি মাসে সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকার। সেবছরের জুলাই মাসে হাইকোর্টের পূর্ববর্তী রায়কে বহাল রাখে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। তারাও ওই সংবিধান সংশোধনীকে ‘বেআইনি’ ঘোষণা করে। এই রায়কেও শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানায় হাসিনা সরকার। রবিবার সেসংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করল সুপ্রিম কোর্ট।অভিযোগ, সংবিধান সংশোধনীকে বেআইনি ঘোষণা করায় হাসিনা সরকারের রোষের মুখে পড়েন বিচারপতি সিনহা। সময়ের আগেই তাঁকে অবসর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তারপর থেকে দেশের বাইরেই রয়েছেন তিনি।