প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। তার আগে ঐক্যের বার্তা দিতেই এদিন ৬ যৌথ সমাবেশের কথা এমভিএ শিবিরের পক্ষ থেকে জানানো হল বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে খবর ছিল, এমভিএ শিবির থেকে ১০৩টি বিধানসভা আসনে লড়ছে কংগ্রেস। শরিক শিবসেনা (ইউটিবি) ৮৯টি ও এনসিপি (এসপি) ৮৭টি আসনে প্রার্থী দিচ্ছে। ছ’টি আসন ছাড়া হচ্ছে অন্য ছোট শরিকদের। যদিও বাকি তিনটি আসনে সরকারিভাবে জোটের প্রার্থী কারা হচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, টিকিট না পাওয়া বিক্ষুব্ধরা ‘গোঁজ’ হিসেবে দাঁড়িয়ে পড়েছেন বহুক্ষেত্রে। যদিও বুধবার এমভিএ শিবিরের তরফে শিবসেনা (ইউটিবি) নেতা সঞ্জয় রাউতের দাবি, ৯০ শতাংশ আসনে এইসব বিদ্রোহী প্রার্থীদের সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা এদিন বলেন, এবিষয়ে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে মহারাষ্ট্রের দলীয় নেতৃত্বকে। বলা হয়েছে, সব বিদ্রোহী নেতার প্রার্থীপদ প্রত্যাহার করাতে হবে। এমভিএ-র অন্দরে যাতে কোনও রকম ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’য়ের পরিবেশ তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।