নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সফরে বেরচ্ছেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৈরি যুগ্ম সংসদীয় কমিটির সদস্যরা। পাঁচদিনে ৫টি রাজ্য পরিদর্শন করবেন তাঁরা। কথা বলবেন সংশ্লিষ্ট সব পক্ষ এবং সরকারি দপ্তর তথা সংখ্যালঘু কমিশনের সঙ্গে। রাজ্যে রাজ্যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করাই এই সফরের লক্ষ্য। যে ৫টি রাজ্যে যাওয়া হবে তার মধ্যে অন্যতম হল, পশ্চিমবঙ্গ। ৯ নভেম্বর শুরু হবে রাজ্য সফর। শেষ ১৪ নভেম্বর। বৈঠক হবে গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা এবং লখনউয়ে। এই বৈঠকগুলিতে যোগ দেবেন প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিরাও। যেমন কলকাতার বৈঠকে থাকবে ঝাড়খণ্ড। বার কাউন্সিল, আইনজীবী সংগঠন, মুতোয়াল্লি সংগঠন, সরকারি দপ্তর, কমিশন ইত্যাদি সকল পক্ষের সঙ্গেই আলোচনা হবে। আসন্ন শীতকালীন অধিবেশনে কমিটির পক্ষ থেকে ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী সপ্তাহে দিল্লিতে একটি বৈঠক হবে এনিয়ে। মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনকে নিয়েও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। একাংশের অভিযোগ, মুসলিম সমাজের অধিকার খর্ব করাই এই বিলের লক্ষ্য। প্রধান টার্গেট ওয়াকফ সম্পত্তি দখল। যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত কোনও হিসাব, নিয়ন্ত্রণ কিংবা পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা নেই। এই অভিযোগ বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকেই করা হয়েছে। সেই কারণে শুধুই একটি নিয়ন্ত্রণ ও স্বচ্ছ প্রশাসনিক তথা পরিচালন ব্যবস্থা আনাই লক্ষ্য। সম্ভবত আগামী অধিবেশনেই এই বিল পাশ হবে।