অটোয়া: হরদীপ সিং নিজ্জর ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় সেদেশের সংসদে দীপাবলির অনুষ্ঠান বাতিল ঘিরে বিতর্ক আরও একপ্রস্থ চড়ল। বুধবার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কানাডার বিরোধী দলনেতা পিয়েরে পোইলিভরে। শেষ মুহূর্তে তিনি অনুষ্ঠান বাতিল করে দেন। বিরোধী দলনেতার এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ভারতীয় বংশোদ্ভূতরা। পোইলিভরের আচরণকে ‘অসংবেদনশীল এবং বৈষম্যমূলক’ বলে অবিহীত করেছেন অনুষ্ঠানের আহ্বায়ক শিব ভাস্কর। ওভারসিজ ফ্রেন্ডস অব ইন্ডিয়া কানাডার (ওএফআইসি) প্রেসিডেন্ট শিব জানান, অনুষ্ঠান বাতিলের কারণ জানানো হয়নি।
অনুষ্ঠান বাতিল নিয়ে অসন্তোষের কথা জানিয়ে পোইলিভরকে চিঠি দিয়েছেন শিব। তিনি লিখেছেন, ‘দীপাবলির অনুষ্ঠান শুধু ভারতীয়-কানাডা সম্প্রদায়ের একটি উৎসব পালন নয়, কানাডার বহুত্ববাদী মূল্যবোধের পরিচায়ক। ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েনের জেরে কোনও একজন রাজনীতিকের প্ররোচনায় পোইলিভরে এই অনুষ্ঠান থেকে সরে গিয়েছেন। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হল।’