প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
পাশাপাশি, এই প্রথমবারের জন্য দ্বাদশের টেস্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত স্কুলকে ৩০ নভেম্বরের মধ্যে সেই পরীক্ষা নিতে বলা হয়েছে। তবে, এই ঘোষণায় বাস্তব সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন শিক্ষকরা। তাঁদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকের কিছু পরে শুরু হয়। তবে, দু’টি পরীক্ষার টেস্ট একই সঙ্গে নিয়ে থাকে স্কুলগুলি। এতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্টের প্রস্তুতির সময় যেমন কম পায়, তেমনই টেস্টের পরে স্কুলের পঠনপাঠনও কার্যত বন্ধ হয়ে যায়। দেরিতে টেস্ট নিলে স্কুলে না আসার প্রবণতা খানিক পিছিয়ে যায়। সেই সময় স্কুলে সিলেবাস শেষ করারও সুযোগ থাকে। তবে, মাধ্যমিকের টেস্টও (এখন যেটিকে বলা হয় দশম শ্রেণির তৃতীয় সামেটিভ মূল্যায়ন) ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নেওয়ার কথা বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে, একই সঙ্গে দু’টি টেস্ট নেওয়া ছাড়া উপায় রইল না স্কুলগুলির। এপিটিডব্লুএ-র সম্পাদক চন্দন গরাই বলেন, টেস্টের সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার দাবি সংসদ মেনে নেওয়ায় আমরা খুশি। তবে, মাধ্যমিকের চেয়ে পৃথক সময় হলে ভালো হতো।