প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অনুমোদন পাওয়া ‘ইউনিকোড ইমোজি ১৩.০’ তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ সংযোজন হল, ট্রান্সজেন্ডারদের জন্য পতাকা ও প্রতীকের আলাদা ইমোজি। লিঙ্গ সাম্যের উপর বেশ কিছুদিন ধরেই ইমোজি আনার সুপারিশ করে আসছে গুগল। এবারে অন্যান্য লিঙ্গের প্রতিনিধিত্ব বাড়ানোর উপর জোর দিয়েছে তারা। আগে যেমনভাবে ত্বকের রং বদলের অপশন এসেছে ইমোজিতে বা পরিবারের ইমোজিতে এসেছে দু’জন বাবা বা দু’জন মায়ের উপস্থিতি। এবারও চমক দিয়েছে তারা। জড়িয়ে ধরা, লিঙ্গ নিরপেক্ষ টাক্সিডো ও বিয়ের পোশাক পরা ব্যক্তি, সান্তা ক্লজেরও লিঙ্গ নিরপেক্ষ ভার্সন নিয়ে এসেছে তারা। এছাড়া রয়েছে — বাবল টি, টামালেস, ফানডউয়ের মতো খাবার, ডোডো, ম্যামথ, সিল, বিভার (উভচর প্রাণী বিশেষ), কালো বিড়ালের মতো পশুর ইমোজি। চলতি বছরে আগস্ট মাস থেকেই অ্যান্ডয়েড স্মার্টফোনে এগুলি নিয়ে আসতে চলেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলি। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেমে ইমোজিগুলি চলে আসার সম্ভাবনা রয়েছে।