Bartaman Patrika
 

সেরা কিছু প্রযুক্তিগত উন্নতি 

১০৮, ৪৮ ও ৬৪ মেগা পিক্সেল ক্যামেরা: মোবাইল ক্যামেরার অগ্রগতি ডিএসএলআর জগৎকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বে প্রথমবার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে এসেছে স্যামসাং। চীনের শাওমি সঙ্গে যৌথ উদ্যোগে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স নামের সেন্সরটি এনেছে স্যামসাং। এছাড়া ১০৮ মেগা পিক্সেলের হাই রেজোলিউশন ক্যামেরা যুক্ত মোবাইল ফোন এনেছে শাওমি। এমআই নোট-১০ অথবা সিসি ৯ প্রো মডেলটি সম্প্রতি ইউরোপের বাজারে তারা ছেড়েছে। এর আগে বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা সংস্থা ৪৮ ও ৬৪ মেগা পিক্সেলের রেয়ার বা ব্যাক ক্যামেরা দিচ্ছে। মূল ক্যামেরার পাশাপাশি আরও তিনটি ক্যামেরা ও সেন্সর দিচ্ছে, যার মাধ্যমে ক্রেতারা আরও নিখুঁত ও ওয়াইড-অ্যাঙ্গেল ছবি তুলতে পারছেন।

কোয়ান্টাম কম্পিউটিং: মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল দাবি করেছে তারা কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলেছে। ‘নেচার’ পত্রিকায় ৭৮ জন বিজ্ঞানী একটি পেপার লিখেছেন। সেখানে তাঁরা বলছেন, কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব হয়েছে। সম্প্রতি পরীক্ষামূলকভাবে একটি কোয়ান্টাম কম্পিউটার প্রসেসরের পরীক্ষা চালায় গুগল। নতুন এই প্রসেসর মুহূর্তে যে গণনা করেছে সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের একই গণনা করতে কয়েক হাজার বছর সময় লাগবে। এই বিষয়টিকেই বলা হয় কোয়ান্টাম সুপ্রিমেসি।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই): প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। এটি হল এক ধরনের সফটওয়্যার টেকনোলজি, যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। এককথায় মেশিন লার্নিং। দীর্ঘদিন ধরে এর গবেষণা ও প্রযুক্তিকে উন্নতি করার কাজ শুরু হলেও এ বছরই সবথেকে বেশি উন্নতি করছে এআই। বর্তমানে প্রায় ৮৩ শতাংশ ব্যবসায় ব্যবহার হচ্ছে এআই। স্মার্ট ফোন থেকে যেকোনও স্মার্ট ডিভাইস, সোশ্যাল সাইট সহ সর্বত্র ক্ষেত্রে এআইয়ের রমরমা। উদাহরণ: গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি।

মানুষকে হারাল রোবট: খবরের শিরোনাম দখল করল গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংস্থা ‘ডিপ মাইন্ড’। তারা জানাল মাল্টিপ্লেয়ার অনলাইন ভিডিও গেমে মানুষকে হারিয়ে দিয়েছে ডিপ মাইন্ড-এর এআই রোবট।

ইন্টারনেট অব থিংস (আইওটি): স্মার্ট টেকনোলজিতে জোয়ার এসেছে এ বছর। তা সে স্মার্ট হোমই হোক বা স্মার্ট সিটি বা স্মার্ট এগ্রিকালচার। সবই ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। যে দু’টি ক্ষেত্রে এ বছর সবথেকে বেশি ইন্টারনেট ব্যবহার হচ্ছে, তা হল স্বাস্থ্য ও উৎপাদন। ৮০ শতাংশেরও বেশি শিল্পোৎপাদন সংস্থা নিখুঁত উৎপাদন ও অভিনবত্বের জন্য আইওটি ডিভাইস ব্যবহার করছে।

ক্লাউড: নিজের জিনিসপত্র আর একজনের স্টোরেজে স্টোর করে রাখার নামই হল ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের রিসোর্স যেমন ভার্চুয়াল মেশিন, স্টোরেজ ইত্যাদি পরিষেবা পেতে পারে। আজ প্রায় ৯০ শতাংশের বেশি সংস্থা কোনও না কোনও ক্লাউড পরিষেবা ব্যবহার করে।

ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর): ভার্চুয়াল রিয়েলিটি হল, সফটওয়্যার দ্বারা তৈরি একটি কাল্পানিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে তুলে ধরা হয়। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তব চেতনার উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা। আর বাস্তব জগতের এক বর্ধিত সংস্করণের প্রযুক্তি হল অগমেন্টেড রিয়েলিটি। আপনি বাস্তবে যা দেখবেন, তার উপর কম্পিউটার নির্মিত একটি স্তর যুক্ত করে দেবে অগমেন্টেড রিয়েলিটি। তখনই বাস্তব এবং ভার্চুয়ালের সংমিশ্রণে তৈরি হবে এক নতুন অনুভূতি। ২০১৯ সাল জুড়ে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভিআর, এআর নির্ভর যন্ত্র বিক্রি হয়েছে। সবথেকে বেশি বিক্রি হয়েছে ভিডিও গেম শিল্পে।

ড্রোন ডেলিভারি: ড্রোন মারফত পণ্য পরিবহণে জোয়ার এসেছে এ বছর। ড্রোন প্রযুক্তির উন্নতিতে কাজ করছে অ্যামাজন, অ্যাপল, উবর ইটসের মতো সংস্থা। এছাড়া গুগলের শাখা সংস্থা উইং এবং ইউপিএস হল প্রথম দু’টি সংস্থা যারা আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পেয়েছে।

বৈদ্যুতিন যানবাহন: সাম্প্রতিক বছরগুলিতে বৈদ্যুতিন গাড়ির কদর বেড়েছে। কিন্তু, এ বছর বিশ্বজুড়ে সবথেকে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিন গাড়ি। চিরাচরিত গাড়ি সংস্থা ছাড়াও নিত্য-নতুন সংস্থা বৈদ্যুতিন গাড়ি তৈরি করছে। তথ্য বলছে, নরওয়ে যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৈদ্যুতিন গাড়ি চলে, সেখানে এ বছর যত সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে, তার ৬০ শতাংশই বৈদ্যুতিন। ব্যাটারি সংস্থা হওয়াতেই এই অগ্রগতি।

সেরা স্মার্টফোন: গত কয়েক বছরের মতো ২০১৯ সালেও একের পর এক স্মার্টফোন বাজারে এসেছে। বিভিন্ন ফোনের ক্যামেরা, ব্যাটারি ও পারফর্মেন্সের বিচারে এ বছরের সেরা তথা জনপ্রিয় কয়েকটি ফোন হল — স্যামসাং গ্যালাক্সি নোট-১০ প্লাস, ওয়ান প্লাস ৭-টি প্রো, শাওমি রেডমি কে-২০ প্রো, রিয়েলমি এক্স-২ প্রো, রেডমি নোট-৮ প্রো, ভিভো ইউ-২০।

সেরা কয়েকটি টেকনিক্যাল স্কিল বা প্রযুক্তিগত দক্ষতা

বর্তমানে বিশ্বজুড়ে চলছে ডিজিটাল বিপ্লব। চাকরির ক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন ভাষা বা ল্যাঙ্গুয়েজ এবং তা ব্যবহারে দক্ষ মানুষের চাহিদা বাড়ছে। সেরকমই ২০১৯ সালে সেরা কয়েকটি প্রযুক্তি দক্ষতা হল:
জাভা: বর্তমানে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। জাভার জনপ্রিয়তার মূল কারণ এর পোর্টেবিলিটি, নিরাপত্তা এবং ওয়েব প্রোগ্রামিংয়ের সম্পূর্ণ সাপোর্ট।

লিনাক্স: লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আমাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, সার্ভার এমনকী সুপার কম্পিউটারেও রয়েছে লিনাক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীর ৯৫ ভাগের বেশি সার্ভার কম্পিউটারগুলোতে লিনাক্স ব্যবহৃত হয়।

এসকুয়েল: ডেটাবেস ম্যানেজমেন্টের একটি শক্তিশালী ল্যাংগুয়েজ।
এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনও ডেটাবেস সিস্টেমের ডেটা পরিচালনা এবং অ্যাকসেস করতে পারা যায়। এটাকে চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ বলা হয়।

জাভাস্ক্রিপ্ট: এটাও একটা জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওয়েবপেজের ইন্টারঅ্যাকটিভিটি, কাজের ব্যাপ্তি, ফর্ম ভ্যালিডেশন, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
সংকলক: দেবজ্যোতি রায় 
29th  December, 2019
এবার থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দেবে সরকার 

আরও বেশি গ্রাহক সুরক্ষা, না কি তার আড়ালে নজরদারি? এবার থেকে মোবাইলে আইএমইআই নম্বর দেবে ভারত সরকারই। এতদিন ১৫ সংখ্যার এই নম্বর সরবরাহ করতো আন্তর্জাতিক সংস্থা ‘জিএসএমএ’। ভারতে এই সংস্থার হয়ে মোবাইল স্ট্যান্ডার্ড অ্যালায়েন্স অব ইন্ডিয়া (এমএসএআই) আইএমইআই সংক্রান্ত সমস্ত কাজকর্ম চালাত। 
বিশদ

09th  February, 2020
মারণ করোনা 

ভাইরাসটির গায়ে থাকা স্পাইক মানুষের শরীরের অবস্থিত রিসেপটরের সঙ্গে খাপে খাপ আটকে যায়। যার জেরেই এই মৃত্যুমিছিল বলে মনে করছেন বিজ্ঞানী-গবেষকেরা। লিখছেন কল্যাণকুমার দে... 
বিশদ

09th  February, 2020
 টিভির ভোলবদল

 শৌণক সুর: বর্তমান যুগে টিভি ছাড়া বাড়িতে থাকাই দায়। সারাদিন পর বাড়িতে ফিরেই সুইচ অন করে বোকাবাক্সের সামনে বসে পড়া যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আশির দশকে টিভিতে খবর সম্প্রচার ছাড়া বিনোদনের তেমন কোনও অনুষ্ঠানই ছিল না। বিশদ

27th  January, 2020
এই বোস সেই বোস নয়

মৃণাল শীল: আমরা দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ছাত্রাবস্থার একটি ঘটনার সঙ্গে সকলেই পরিচিত। সেটি হল, প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের এক ইংরেজ অধ্যাপক ওটেন সাহেব এক বাঙালি ছাত্রকে বিনা কারণে অপমান করেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা প্রেসিডেন্সি কলেজ।  
বিশদ

12th  January, 2020
অদৃশ্য ক্যামেরার ফোন!

রোটেটর, পপ আপ, আন্ডার ডিসপ্লে ক্যামেরার স্মার্টফোনের দুনিয়ায় নতুন সংযোজন। ছবি তোলার পরই অদৃশ্য হয়ে যাবে ক্যামেরা। এমনই অভিনব প্রযুক্তির স্মার্টফোনের আত্মপ্রকাশ করল ওয়ান প্লাস। সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’-তে (সিইএস ২০২০) মডেলটি প্রকাশ্যে এনেছে ওয়ান প্লাস।
বিশদ

12th  January, 2020
রোদ্দুর ছুঁতে সূর্যের দেশে পাড়ি দিচ্ছে ভারত 

বিনয় মালাকার: চাঁদের পর এবার সূর্য। পরপর দু’বার চন্দ্র অভিযানের সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর এখন লক্ষ্য সূর্য। সূর্যের অগ্নি বলয়ে হয়তো পৌঁছনো সম্ভব হবে না, তবে সূর্যের অনেকটাই কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হবে।  
বিশদ

12th  January, 2020
এ বছরের সেরা ব্যক্তিত্ব 

২০১৯ সালে বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের মধ্যে এক ঝলকে খুঁজে নেওয়া কয়েকজন...  বিশদ

29th  December, 2019
জীবজন্তু 

প্রতিবছরই কিছু না কিছু নতুন প্রজাতির জীবজন্তু আবিষ্কার হয়। ২০১৯ সালও তার ব্যতিক্রম ছিল না। সেরকমই কয়েকটি প্রাণী হল  বিশদ

29th  December, 2019
এ বছরের উল্লেখযোগ্য ঘটনা 

 ১ জানুয়ারি: মানববিহীন মহাকাশযান নিউ হরাইজন্‌স সৌর জগতের দূরতম প্রান্তে অবস্থিত কাইপার বেল্টের মহাজাগতিক বস্তু ২০১৪ এমইউ৬৯-এর কাছে পৌঁছয়।
 ৩ জানুয়ারি: মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবার চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ই-৪।  বিশদ

29th  December, 2019
ইলেকট্রনিক্সের ইতি!
আলোয় চলবে নতুন
যুগের কম্পিউটার

রক্তিম হালদার: বর্তমানে ‘কোয়ান্টাম সুপ্রিমেসি’র মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে তামাম বিশ্ব। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই — তাহলে কি আজকের যুগের সাধারণ ইলেকট্রনিক কম্পিউটারের বদলে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘কোয়ান্টাম কম্পিউটার’? 
বিশদ

08th  December, 2019
 কৃত্রিম ত্বক নিয়ে মানুষ
হয়ে উঠবে রোবট

 সৌম্য নিয়োগী: রোবটরাও এবার হয়ে উঠবে মানুষের মতো! কৃত্রিম নয়, যন্ত্রমানবের শরীরেও থাকবে ব্যথা-বেদনা-ভালোবাসার মতো অনুভূতি। রোবটকে জড়িয়ে ধরলে সে লজ্জা পাবে। ভালোবেসে জড়িয়েও ধরবে। হাতে হাত রেখে মনও পড়তে পারবে সে। ঠান্ডা-গরম, হাসি-কান্না, আশঙ্কা — সব‌মিলিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়ই কাজ করবে যন্ত্র শরীরে।
বিশদ

08th  December, 2019
যন্ত্র কখনই চেতনা সম্পন্ন হবে না
বেদান্ত দর্শন তুলে ধরে বসু বিজ্ঞান
মন্দিরে বলে গেলেন সুভাষ কাক

 দেবজ্যোতি রায়: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতিতে অনেক কাজই আর মানুষকে করতে হচ্ছে না। করে দিচ্ছে যন্ত্র। কর্মচ্যুত হচ্ছেন বহু চাকুরিজীবী। এআইয়ের অগ্রগতির ফলে বর্তমান গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আশঙ্কা, সংশয়ের প্রহর গুনছে তামাম দুনিয়া।
বিশদ

08th  December, 2019
 গুগল ইন্ডিয়ার শীর্ষ পদে সঞ্জয় গুপ্ত

ডিজনি ভারত শাখার প্রাক্তন শীর্ষ আধিকারিক সঞ্জয় গুপ্তকে কান্ট্রি ম্যানেজার এবং সেলস ও অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করল মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছরের শুরুতে তিনি নতুন পদে কাজ শুরু করবেন। এই পদে ছিলেন রঞ্জন আনন্দন।
বিশদ

08th  December, 2019
কী করে বুঝবেন ফোন
ট্যাপ হচ্ছে কি না?

 একটি উপায় হচ্ছে অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ বা মোবাইল এন্ড টু এন্ড সিকিউরিটির উপর অনেক অ্যাপ প্লে স্টোরে রয়েছে। সেরকম অ্যাপ যদি ডাউনলোড করা হয়, তারা কিন্তু একটা সঙ্কেত দেবে যে কিছু একটা হতে চলেছে বা কোনও প্রিভিলেজ অ্যাক্সেস দেওয়া হয়েছে।
বিশদ

10th  November, 2019

Pages: 12345

একনজরে
শনিবার আইএসএল ফাইনালে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন এটিকে মোহন বাগানের অরিন্দম ভট্টাচার্য ও মুম্বই সিটি এফসি’র অমরিন্দর সিং। চলতি ...

শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই তারকেশ্বরের মন্দিরে ঢল নামে পুণ্যার্থীদের। বেলা যত বেড়েছে, লাইনও তত দীর্ঘ হয়েছে। এক সময়ে ভিড় এতটাই হয়েছিল যে, তা সামলাতে ...

শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি মানতে বাধ্য হল মোদি সরকার। করোনার ভ্যাকসিন প্রাপ্তদের শংসাপত্রে আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকছে না। ভোটের আদর্শ  নির্বাচনী আচরণবিধি মেনে কমিশনের নির্দেশ মতোই সরিয়ে দেওয়া হচ্ছে ছবি। ...

বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM