প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর রাতে কামারপুকুর সিনেমা তলায় রাস্তার ধারে দাঁড় করানো ছিল ট্রাক্টরটি। সকালে দেখা যায় ট্রাক্টরটি নেই। থানায় অভিযোগ জানানো হলে পুলিস ঘটনার তদন্তে নামে। বিভিন্ন দিকের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায়। বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার দিকে থাকা ফুটেজে দেখা যায় ট্রাক্টররটি সেই দিকেই চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিস জানিয়েছে। তদন্ত করে পুলিস জানতে পারে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় একটি পেট্রল পাম্পের পাশে ট্রাক্টরের ডালাটি রাখা হয়েছে। এমনকি ট্রাক্টরের ইঞ্জিন পাওয়া যায় সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে। পুলিসের চোখে ধুলো দিতে ট্রাক্টরের রংও পাল্টে ফেলা হয়। তারসঙ্গে ডালা ও ইঞ্জিন বিচ্ছিন্ন করে ভিন্ন জায়গায় রাখা হয়। পুলিসের দাবি, এই ঘটনার তদন্তে নেমে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। তারসঙ্গে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।