নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কেশপুরে বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার কেশপুরের কুশপাতা এলাকায় বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে মারধরের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, এদিন বিকেলে ওই মণ্ডল সভাপতি বাড়ি থেকে বাইকে চড়ে বিজেপির একটি সভায় যোগ দিতে যাচ্ছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে। মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও এলাকার মানুষ বাধা দেওয়ায় পিছু হটে তৃণমূল। তাঁকে উদ্ধার করে এদিন সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
পাল্টা তৃণামূলের মহম্মদ রফিক বলেন, আমাদের প্রার্থী দেব অনেক আগেই অনুমান করেছেন যে ভোটের আগে বিজেপি নিজে থেকেই অশান্তি পাকানোর চেষ্টা করবে। বিজেপির সেই চেষ্টা শুরু হয়ে গিয়েছে। আমি পুলিসকে ঘটনার সঠিক তদন্তের অনুরোধ জানাচ্ছি। তাহলেই আসল সত্যি বেরিয়ে আসবে।